আমাদের কথা খুঁজে নিন

   

উদীচী’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

মানুষ আর প্রাণীর মধ্যে পার্থক্য হলো-চেতনাগত ও সংস্কৃতিগত।

সমাজবদলের সংগ্রামকে অগ্রসর করে নেয়ার প্রত্যাশা নিয়ে উদীচী’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত আজ বিকেল ৪.৩০ মি. ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি.এস.সি অডিটরিয়ামের মাঠ প্রাঙ্গণে উদীচী’র ৪১তম প্রতিষ্ঠাবার্ষিকীর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্বোধক খান সরওয়ার মুরশিদ বলেন, ‘উদীচী’র চার দশকের সংগ্রাম ও সাফল্যে আমি অবিভূত-আনন্দিত। উদীচী দীর্ঘ দীর্ঘকাল ধরে পথ চললবে এবং সমাজবদলের সংগ্রামকে অগ্রসর করে নেবে এই প্রত্যাশা করি। জন্মলগ্ন থেকে উদীচী’র প্রধান বার্তা ছিল_সমাজবদলের, বিপ্লবের মাধ্যমে একটি লোকায়ত রাষ্ট্র প্রতিষ্ঠা করা। বেঁচে থাকার জন্য সংগ্রাম করতে হয়, ইতিহাসে সংগ্রাম ছাড়া কোনো কিছুই হয় না।

আবার সংগ্রাম করে কোনো কিছু অর্জন করে বসে থাকা উচিৎ নয়, বরং ওই অর্জনকে আরো সুন্দর করতে প্রতিনিয়ত কাজ করে যেতে হয়’। উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় পতাকা খান সরওয়ার মুরশিদ ও সংগঠনের পতাকা উদীচী’র সভাপতি গোলাম মোহাম্মদ ইদু উত্তোলন করেন। এ অনুষ্ঠানে দার্শনিক ও শিক্ষাবিদ সরদার ফজলুল করিমকে স্মারক-২০০৯ প্রদান করা হয়। গোলাম মোহাম্মদ ইদু সভাপতিত্বে আলোচনা সভায় আলোচক হিসেবে উপস্থিত ছিলেন রহিমা চৌধুরানী, ম. হামিদ, মনজুরুল আহসান খান, রামেন্দু মজুমদার, লিয়াকত আলী লাকী, মান্নান হীরা, মনজুরুল আহসান বুলবুল, হাবিবুল আলম, বদিউর রহমান ও প্রকৌশলী শেখ মোহাম্মদ শহীদুল্লাহ। এ মিলনমেলায় গণসঙ্গীত, আবৃত্তি, নৃত্য, নাটক ও বাউলসঙ্গীত পরিবেশন করে দেশের প্রখ্যাত শিল্পীবৃন্দ।

এবং ‘সংগ্রামের চার দশক’ সংকলনের মোড়ক উন্মোচন করেন খান সরওয়ার মুরশিদ বলেন।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.