“In a gentle way, you can shake the world.” আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট সরকারের চার বছরের ব্যর্থতার খতিয়ান তুলে ধরবে প্রধান বিরোধী দল বিএনপি। এ নিয়ে বিএনপির পক্ষ থেকে প্রভাবশালী কয়েকজন নেতা ও সাবেক আমলাকে দিয়ে বিভিন্ন খাতে সরকারের ব্যর্থতার একটি ছক তৈরির নির্দেশনা দেওয়া হয়েছে। দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া নতুন বছরের শুরুর দিকে যে কোনো সময় সরকারের চার বছরের মূল্যায়ন আনুষ্ঠানিকভাবে তুলে ধরতে পারেন। দলের পাশাপাশি বিএনপি সমর্থিত একটি গবেষণাধর্মী গ্রুপ জি-নাইন নামের একটি সংগঠনকেও বিভিন্ন খাতে সরকারের ব্যর্থতার দিকগুলো চিহ্নিত করার দায়িত্ব দেওয়া হয়েছে। বিরোধীদলীয় নেতা সম্প্রতি ভারত সফর শেষে সংশ্লিষ্টদের ডেকে এ দায়িত্ব দেন বলে দলীয় নির্ভরযোগ্য একাধিক সূত্রে জানা গেছে।
সূত্র জানায়, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, অর্থনৈতিক ব্যবস্থা, পর্যটন, সার্বিক আইনশৃঙ্খলা ও মানবাধিকার পরিস্থিতিসহ গুরুত্বপূর্ণ সব সেক্টরের ওপর দায়িত্বপ্রাপ্তরা কাজ করছেন। তাদের এ রিপোর্টের ওপর ভিত্তি করে আগামী দশম জাতীয় নির্বাচনের ইশতেহারও তৈরি করবে বিএনপি। সর্বশেষ গত বুধবার নয়াপল্টনে ১৮ দলীয় জোট আয়োজিত সমাবেশে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া সরকারের বিরুদ্ধে সীমাহীন দুর্নীতি, লুটপাট, মিথ্যাচার, কুইক রেন্টাল বিদ্যুতের নামে জনগণের অর্থ লুটপাট, পদ্মা সেতু দুর্নীতি, শেয়ারবাজার লুণ্ঠন, ডেসটিনি ও হলমার্ক কেলেঙ্কারির অভিযোগ তুলে ধরেন। একই সঙ্গে তিনি যুবলীগ ও ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস, আইনশৃঙ্খলার চরম অবনতি, দ্রব্যমূল্যের ঊধর্্বগতি, পরিকল্পিতভাবে পোলট্রি ও গার্মেন্ট খাত ধ্বংস করে দেওয়া, পুলিশ ও সিভিল প্রশাসনসহ বিচার বিভাগে দলীয়করণ, দুদককে পদলেহী সংস্থায় পরিণত করাসহ সরকারের বিরুদ্ধে নির্বাচনী প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ আনেন। বিরোধীদলীয় নেতার মতে, সরকার বিগত চার বছরে দেশ পরিচালনায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।
বিএনপি নেতাদের মতে, গত চার বছরে বিনা বিচারে ৪৬২ জনকে ক্রসফায়ারে দেওয়া হয়েছে। দুঃশাসনের চরম নজির গুম, খুন, অপহরণসহ আইনশৃঙ্খলার অবনতি। বিএনপির সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী, সাবেক ওয়ার্ড কমিশনার চৌধুরী আলমসহ গত চার বছরে ১৫৬ জন গুম হয়েছেন। বাংলাদেশ প্রতিষ্ঠার পর থেকে ২০০৮ সাল পর্যন্ত যেখানে মাত্র ২১ জন ফাঁসির আসামিকে ক্ষমা করা হয়েছে সেখানে শুধু এ সরকারের চার বছরেই সমসংখ্যক ফাঁসির আসামিকে ক্ষমা করে দেওয়া হয়। এ ছাড়া হত্যাসহ বিভিন্ন মামলায় অভিযুক্ত অসংখ্য সন্ত্রাসীকে ছেড়ে দেওয়া হয়েছে।
বিগত তত্ত্বাবধায়ক সরকার আমলে করা নিজেদের প্রায় সাত হাজার মামলা প্রত্যাহার করলেও বিরোধী দলের শীর্ষ থেকে তৃণমূল পর্যন্ত কোনো পর্যায়ের নেতা-কর্মীর একটি মামলাও প্রত্যাহার না করার বিষয়টিও জাতির কাছে তুলে ধরবে বিএনপি
বিএনপি তৈরি করছে ব্যর্থতার খতিয়ান ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।