আমাদের কথা খুঁজে নিন

   

বিজয় দিবসের শুভেচ্ছা দিলাম । আঁজলা ভরে নিন ! পকেটে পকেটে ভরে নিন !!

নিজেকে এখন আর বাঙালী মনে হয় না, কাঙালী মনে হয়!! আমি অতি সুশীলদের কাতারের মানুষ ! স্বাধীনতা , বিজয় , ন্যায় বা শোষিতের অধিকার , সব আমি এই লাল সবুজের আবরণে ঢেকে রেখে উল্লাসে মাতি সউল্লাসে । আর তাই, হাজারো লাশের বহর টপকে ,দেহ পোড়া ছাই বয়ে নেয়া বাতাসে ফুসফুস পূর্ণ করে উল্লাসে হ্রর্ষধ্বনি করি । কাল আবার করবো !! ত্রিশ লক্ষের লোহিত প্রবাহের খুরধারা স্রোতে গড়ে উঠা এই চরে ষোল কোটি পাপেট নিয়ে পুতুল খেলার আসরের জমজমাট ব্যাবসার লভ্যাংশ উদ্গিরনের উৎসব , বিজয় উৎসব !! "বিজয় দিবসের শুভেচ্ছা দিলাম । " আঁজলা ভরে নিন ! পকেটে পকেটে ভরে নিন !! ওয়ালেটের হাজার টাকার নোটের পাশে ভাঁজ করে নিন !! কাল ভোরে উঠে পাজেরোর বাম্পারের সাথে বা বাইকের লুকিং গ্লাসের সাথে সেটে লাগানো লাল সবুজের দেশপ্রেমের সাথে জুড়ে দেবেন এই শুভেচ্ছা । বিজয়ের গ্লানি বয়ে চলা এক এক মহাযাজকের আত্মার দীর্ঘশ্বাস আর হাহাকারে বিকারগ্রস্থ "বিজয় উল্লাসী" মুক্তির প্রহর গোনা আমি একজন । ক্ষমা করবেন, প্রচন্ড কান্না পাচ্ছে , অনেকক্ষন চেষ্টা করেও ঘুমোতে না পেরে এই শেষরাতে ব্লগে এলাম তাই । :-( :-( :-(

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।