শেষ বিকেলে ফিরে যাবার পথে- নদীর পাড় ঘেষে পললমাটির পরশ দূরে ইটখোলার চিমনি-কালোধোঁয়া নীল ঢেকে আছে কালো আকাশছোঁয়া। ঝির ঝিরে বৃষ্টিতে এখানেই পড়েছিলো হাতবাঁধা লাশ-কতো অপমানে;অবহেলায়। পাখিদের উড়াউড়ি- আচমকা শব্দে কেঁপে উঠে দোতলা দালান- টোল পড়া গালের ছোট্ট শিশু হামাগুড়ি-খুঁজে ফিরে মায়ের আঁচল, চুপ হয়ে যায় দশদিক- লালে লাল কারবালা হায় হোসেন-হায় হোসেন। রাইফেল কাঁধে খুব কাছে পাড়ার দামাল ছেলেটি- দুরন্ত যৌবনের যোদ্ধা ফিরে এসে মোড়ে আড্ডা-বাউল বিকেল- চায়ের কাপ হাতে স্বাধীনতার উত্তাপ- বয়ে যায় যৌবনের মাতাল নদী। ছবিঃ নেট থেকে
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।