মানুষ ভালোবাসতেই জানে শুধু। ভালোবাসার মানুষকে ভুলতে জানেনা। ভালোবাসা টা হলো ঠিক আমাদের সামনের সমুদ্রস্রোতের মত। বারবার ফিরে আসে, ধাক্কা দিয়ে যায় ভেতরটাকে। সমুদ্র কখনো শুকিয়ে যাবেনা, স্রোতটাও কখনো হারাবেনা।
হায়রে!!! বিশ্বজিৎ এমন এক দেশে জন্ম নিলি তুই,যে দেশ তোকে খুন করে খুনিদের বাঁচাতে নাটকের পর নাটোক করে যাচ্ছে। প্রকাশে হত্যা করার পর যদি অপরাধীদের প্রশাসন ধরতে না পারে তাহলে গুম করা আর আড়ালে হত্যা কারি কে কেমনে ধরবে। বিশ্বজিৎ আমার কেউ না তবও আমার কাছে কেন এতো খারাপ লাগছে ???
সে ছিল আমার মত এক জন কেটে খাওয়া মানুষ। রাজনিতি পোষা সন্ত্রাস হলে তাকে আজ এমন ভাবে মরতে হতো না। তার জন্য তাকতো অনেক নেতাদের সবা-সমাবেশ শোক দিবস ইত্যাদি ইত্যাদি।
কি দরকার এতো নাটক করার ওই খুনিদের ফাঁসিতে ঝুলিয়ে দিন,না হয় বিশ্বজিৎ এর মত আর কয়েক জন কমবে আর কি। কেন তাদের বাঁচানোর জন্য এক পক্ষ অন্য পক্ষকে দোষ দিচ্ছেন। ফিল্ম যে ভাবে এক পার্ট শেষ হলে অন্য পার্ট আসে আমাদের দেশ টিক সে অবস্থা একের পর এক ঘটনা গঠছে আর দু বড় রাজনিতি দল এই সব চালাচ্ছে। তাদের কাছে জিম্মি আমরা সাধারন জনগণ। টিভিতে দেখা ওই সব ফিল্ম তো শেষ আছে কিন্তু আমাদের দেশ চলা এই সব ফিল্ম শেষ কি আমরা দেখতে পাবো ???????????????? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।