মানুষ হবার প্রচেষ্টায় মাসখানেক আগের কথা। বাংলাদেশের কোন এক অঞ্চলে বাস করত এক বিধবা বুড়ি। বুড়ির কোন ছেলেপেলে নেই। থাকার মধ্যে আছে শুধু একটা ছাগল। ভিক্ষা করে কোনরকমে নিজের আর ছাগলের পেট চলে।
তো একদিন বুড়ি ভিক্ষা করছে। এক বাড়িতে তাকে ভিক্ষা দিল একটা প্রদীপ। বুড়ি ভাবল এটা দিয়ে কি করা যায়? যা থাকে কপালে ভেবে ঘষা দিল প্রদীপে। তারপর যা হয় আর কি। এক দৈত্য এসে হাজির।
দৈত্য বলল, : হুকুম করুন মালিক। আমি আপনার তিনটা ইচ্ছা পূরণ করব।
: আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজপ্রাসাদের মালিক বানিয়ে দাও।
: যো হুকুম।
বুড়ি সাথে সাথে একটা বিশাল রাজপ্রাসাদে এসে গেল।
: আপনার দ্বিতীয় ইচ্ছা কি?
: আমাকে পৃথিবীর সবচেয়ে সুন্দর রাজকন্যা বানিয়ে দাও।
নিমেষেই বুড়ি পৃথিবীর সবচেয়ে সুন্দরী রাজকন্যা হয়ে গেল।
: তৃতীয় ইচছা কি?
খুশিতে আত্মহারা হয়ে বুড়ি তার তৃতীয় ইচ্ছা বলল,
: আমার এই পোষা ছাগলটাকে একটা মর্ডান যুবক বানিয়ে দাও।
দৈত্য বুড়ির তিন নম্বর ইচ্ছা অনুযায়ী ছাগলটাকে একজন মর্ডান যুবক বানিয়ে দিল। বুড়ি খুব অবাক হয়ে লক্ষ্য করল মর্ডান যুবক তার দিকে নজর না দিয়ে একটা ল্যাপটপে ফেসবুকে "বাশেঁর কেল্লা" নামে একটা পেজ আপডেট করছে।
বুড়ি খুব ক্ষেপে গিয়ে দৈত্যকে বলল, তোমাকে বলেছি আমার ছাগলটাকে একটা মর্ডান যুবক বানিয়ে দাও, তুমি এটা কি বানায় দিছো?
দৈত্য খুব দু:খ ভারাক্রান্ত মনে বলল: মালিক, এটাই ছাগলের মর্ডান ভার্সন। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।