আমাদের কথা খুঁজে নিন

   

সাধারণ চশমার দিন ফুরাল, আসছে গুগল চশমা

বিং হিউম্যান গুগল সম্প্রতি তাদের একটি নতুন প্রজেক্ট ঘোষনা করেছে যার নাম গুগল গ্লাস অথবা গুগল চশমা নামে পরিচিতি। গুগল গ্লাস বা চশমার মতই কাজ করবে এবং স্মার্টফোনের মত বিভিন্ন তথ্যাবলী ফুটিয়ে তুলবে চোখের সামনে । দ্য টাইমস। ধারণা করা যাচ্ছে গুগল গ্লাস আমাদের কাজের প্রক্রিয়াকেই অনেক পরিবর্তন করবে। আসুন জেনে নিই গুগল গ্লাসের কিছু ব্যবহার যা আপনাকে এই গ্লাস ব্যাবহার করতে সহযোগিতা করবেঃ ১।

ভার্চুয়াল আলোচনাঃ মনেকরুন, আপনি গুগল গ্লাস পড়ে একটি খালি কনফারেন্স রুমে বসে আছেন। গুগল গ্লাসের মাধ্যমে আপনি প্রত্যেক দের দেখতে পারবেন। এছাড়াও তাদের কথাবার্তা রেকর্ড করতে পারবেন এবং প্রয়োজনীয় তথ্যাবলীও দেখতে পারবেন। গুগল গ্লাস বা চশমার আপনার পার্সোনাল এসিস্টেন্ট হিসেবে কাজ করবে। ২।

গুগল গ্লাস বা চশমা যেকোন ডকুমেন্টকে ঝপধহ করে তা আর্কাইভে রাখতে পারে। এটি কয়েক সেকেন্ড পর নিঃশব্দ ছবি তুলে সংরক্ষন করতে পারে। ৩। গুগল গ্লাস বা চশমা একটি তাৎক্ষনিক উইকিপিডিয়ার মত কাজ করতে পারে। কোন এর উপর যখন আপনি কথা বলবেন তখন আপনা আপনি গুগল গ্লাসের উপর অংশতে ঐ সংক্রান্ত তথ্যাবলী প্রদর্শিত হবে।

৪। ভ্রমনের সঙ্গীঃ ভ্রমনেও আপনার সাথে আছে গুগল গ্লাস বা চশমা । এটি আপনাকে আপনার গাড়ির কাছে যাবার পথ দেখিয়ে দিবে, আপনার ফ্লাইট বিলম্বিত হলেও জানিয়ে দিবে, আপনি বিমানে বসে বসে বন্ধুদের সাথে করতে পারবেন। এ রকম আরো নানান ধরনের সুযোগ-সুবিধা নিয়ে এসেছে এই গুগল চশমা। সুত্রঃ দৈনিক আমাদের সময়।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.