আমি বাংলাদেশকে ভালবাসি। দেশ কারো একার নয়। দেশ আমার আপনার সকলের। ঢাকা: বিশ্বজিৎ দাশ হত্যাকাণ্ডের অন্যতম আসামি শাকিলকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। সাভারের আশুলিয়ার রশিদ মার্কেট এলাকা থেকে তাকে বুধবার ভোরে গ্রেপ্তার করা হয়।
তার সঙ্গে মামলার অপর আসামি ওবায়দুল হককেও গ্রেপ্তার করা হয়েছে।
আশুলিয়া থানার ওসি শেখ বদরুল আলম বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করেছেন।
মহানগর গোয়েন্দা বিভাগ এ গ্রেপ্তারের বিষয়ে মুখ না খুললেও সূত্র জানায়, মোবাইল ফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে এই দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
বিরোধী ১৮ দলীয় জোটের গত রোববারের রাজপথ অবরোধ কর্মসূচির সময় রাজধানীর পুরান ঢাকার ভিক্টোরিয়া পার্কের সামনে একদল ছাত্রলীগকর্মী বিশ্বজিৎ দাসকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে ও লাঠি ও লোহার রড দিয়ে পিটিয়ে হত্যা করে। এই নৃশংস ঘটনাটি যখন ঘটে তখন কয়েক হাত দূরে দাঁড়িয়ে কর্তব্যরত পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করে।
। এই বীভৎস ঘটনাটি ঘটে শত শত লোকের চোখের সামনে। বিশ্বজিতের খুনিরা সবাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগকর্মী বলে নিশ্চিতভাবে জানা গেছে।
শাকিলের বাবা পুলিশের অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার আতিকুর হাওলাদার বাংলানিউজকে জানান তার ছেলে শাকিল জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র এবং সে ছাত্রলীগের সঙ্গে জড়িত। তার অরেকটি নাম কিবরিয়া।
তাদের গ্রামের বাড়ি বরিশালের গৌরনদীতে
সুত্রঃ বাংলা নিউজ২৪http://www.banglanews24.com/detailsnews.php?nssl=6476164f20560108e47f88f83054c924&nttl=12122012157747
কিন্তু হুকুমের আসামি মখা আলমগির এখনো বহাল তবিয়তে আছেন। যেখানে অবরোধের হুকুমের আসামি ফকরুল জেল হাজতে বসে আছে। সন্ত্রাসের সম্রাজ্ঞী শেখ হাসিনার মুখ এখন কুলুপে আটা।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।