আমাদের কথা খুঁজে নিন

   

ছাত্রদল ক্যাডারদের হাতে জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র স্থাপত্য প্রকৌশলী মেহরান সিদ্দিকী সজীব নিহতের করুন ঘটনা

আমিতো মরে যাব চলে যাব রেখে যাব স্মৃতি.................... জাতীয় পার্টির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল্লাহ সিদ্দিকীর কনিষ্ঠ পুত্র স্থাপত্য প্রকৌশলী মেহরান সিদ্দিকী সজীব (২৮) ছাত্রদল ক্যাডারদের হাতে খুন হয়েছেন। গতকাল রোববার রাত ৮টায় নগরের খরাদীপাড়াস্থ নিজ বাসভবনের সামনে ছাত্রদল জামান গ্রুপের ক্যাডাররা সজীবকে চাইনিজ কুড়াল দিয়ে কোপিয়ে খুন করে। ঘটনার পর থেকে শিবগঞ্জ এলাকাবাসীর মাঝে আতংক বিরাজ করছে। হত্যাকান্ডে জড়িত এমন কাউকে এখনো গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, স্থাপত্য প্রকৌশলী সজীব গতরাত ৭টায় খরাদীপাড়াস্থ (বাসা নং বৈশাখী ১০৯) বাসায় অবস্থান করছিলেন।

এ সময় বাসার সামনে দাড়িয়ে আড্ডায় মেতে উঠেছিলেন ছাত্রদল জামান গ্রুপের ক্যাডার গোপালটিলার বাসিন্দা টিটন মল্লিক ও তার সহযোগীরা। সজীব বাসা থেকে বের হয়ে টিটনদের দিকে তাকিয়ে এভাবে বাসার সামনে আড্ডা দিতে নিষেধ করলে টিটন ক্ষেপে গিয়ে ‘দেখে’ নেয়ার হুমকি দিয়ে চলে যায়। সজীবের সহোদর সৌরভ সিদ্দিকী ঘটনাটি শুনার পর মিরাবাজারস্থ জামান গ্রুপের অফিসে ছুটে যান। সৌরভ নিজেও জামান গ্রুপ সমর্থিত ছাত্রদলের নেতা। ছোট ভাই সজীব টিটনের দিকে তাকানো ও পাড়ার অভ্যন্তরে বসার ব্যাপারে কথা বলায় নিজ গ্রুপের সিনিয়র নেতাদের কাছে মাফ চেয়ে সহোদরের প্রাণভিক্ষা চান সৌরভ।

জবাবে মিল্টন নামের এক নেতা সৌরভকে বলেন ‘তুমি চলে যাও, তোমার ভাইকে সাবধানে থাকতে বলো, কোনো সমস্যা হবে না’। সৌরভ ক্ষমা চাওয়ার বিষয়টি সজীবকে ফোনে জানিয়ে দিয়ে বলেন, ‘বাসা থেকে বের হবে না’। এর একটু পরই ১৮-২০ জনের একটি সশস্ত্র ক্যাডার বাহিনী সজীবদের বাসার সামনে জড়ো হয়ে সজীবকে ডাকতে শুরু করে। এক পর্যায়ে সজীবদের বাসার দরজায় লাথি শুরু করলে সজীব দরজা খুলে দেন। মুহুর্তেই ক্যাডাররা টেনে হিচড়ে তাকে বাসার সামনের রাস্তায় নিয়ে এলোপাতাড়ি কোপাতে থাকে।

কোপানোর পর সজীবের গলাও টিপে ধরে। সজীবের আর্তচিৎকারে লোকজন এগিয়ে আসলে ক্যাডাররা দ্রুত পালিয়ে যায়। পরে সজীবকে ওসমানী হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত সজীব গত বছর ভারত থেকে স্থাপত্য প্রকৌশলী ডিগ্রী নিয়ে দেশে ফেরেন। মাতৃহীন সজীব হলেন পিতার কনিষ্ঠ পুত্র।

৩ ভাইয়ের মধ্যে বড় ভাই সৈকত সিদ্দিকী লন্ডনে বার এট ল পড়ছেন ও মেজোভাই সৌরভ সিদ্দিকী পিতার ব্যবসা দেখা শুনার পাশাপাশি জামান গ্রুপের রাজনীতি করেন। মূহুর্তেই নির্মম এ হত্যাকান্ডের খবর ছড়িয়ে পড়লে হাসপাতালে আওয়ামীলীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, মহানগর সভাপতি ও সিটি মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাবেক সংসদ সদস্য ও জাতীয় পার্টি নেতা মকসুদ ইবনে আজিজ লামা, জাপার কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক শাববীর আহমদ, জাসদের কেন্দ্রীয় নেতা লোকমান আহমদ, মহানগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ, জাপা নেতা এডভোকেট কাজী আশরাফ উদ্দিন ও আব্দুল হাই কাইয়ূম, আব্দুস শহীদ বশির লস্কর, আবুল কাশেম মন্টুসহ বিভিন্ন রাজনৈতিক দলের সিনিয়র নেতৃবৃন্দ সেখানে ছুটে যান। ছুটে যান অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আইয়ূব ও শাহপরান থানার ওসি লিয়াকতসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। স্থানীয় একাধিক সূত্র জানায়, খরাদীপাড়ার অভ্যন্তরে প্রতিদিন সন্ধ্যায় আড্ডা ও মোটরসাইকেল মহড়া দেয় একদল অপরাধীচক্র। এরা পাড়ার অভ্যন্তরে ছিনতাইও করে।

কিন্তু সশস্ত্র এ অপরাধ চক্রের বিরুদ্ধে কেউ মুখ খোলার সাহস পাননি। গত ২ মাস আগে আব্দুল্লাহ সিদ্দিকী এদেরকে পাড়ার অভ্যন্তরে মহড়া দিতে নিষেধ করেন। এরাই গতকাল সন্ধ্যায় আব্দুল্লাহ সিদ্দিকীর বাসার সামনে দাড়িয়ে আড্ডা দিচ্ছিল। বাসার সামনে এভাবে আড্ডা না দেয়ার জন্যে সজীব তাদেরকে বলেন। এতেই ক্ষিপ্ত হয়।

ঘটনার প্রায় ৪০ মিনিট পর টিটন মল্লিক, ইকবাল, শফিক, ভিডিও সুমন ও একরামসহ ১৮-২০ জনের সশস্ত্র দল সজীবকে বাসা থেকে ঝাপটি মেরে ধরে এনে এলোপাতাড়ি কোপিয়ে খুন করে। স্থানীয়রা জানান, হামলাকারী সকলেই জামান গ্রুপ সমর্থিত ছাত্রদলের ক্যাডার। নিজ গ্রুপের ক্যাডারদের কাছে প্রাণভিক্ষা চেয়েও ছোট ভাইয়ের জীবন রক্ষা করতে পারেন নি সৌরভ। প্রকাশ্যে এলোপাতাড়ি কোপিয়ে হত্যার ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিজেদের জীবন নিয়ে অজানা আশংকায় পড়েছেন। রাত ১০ টায় ওসমানী হাসপাতালের জরুরী বিভাগের সামনে গিয়ে দেখা যায়, শত শত মানুষের ভীড়।

জরুরী বিভাগের বারান্দায়, হতভাগ্য পিতা আব্দুল্লাহ সিদ্দিকীকে ঘিরে রেখেছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। পাশেই বিলাপ করছেন স্বজনরা। আব্দুল্লাহ সিদ্দিকী বার বার বিলাপ করছেন, বলছেন ‘আমার দুয়ারে ছেদাইয়্যা মারিলিছে রে’। রাত সোয়া ১০টায় এস আই নুর মোহাম্মদ লাশের সুরতহাল করেন। সুরতহালে দেখা যায়, ডান উরুর মাঝখানে ২টি, ডান হাটুতে ৬টি, ডান পায়ের নীচ দিকে ২ টি ও গলায় ১টি আঘাতের চিহ্ন রয়েছে।

পুরো শরীল রক্তে লাল। এদিকে, জামান গ্রুপের এক শীর্ষ নেতা জানিয়েছেন, নিহত সজীবের সহোদর সৌরভ ও ঘটনায় সম্পৃক্তরা জামান গ্রুপের কর্মী। যাদের নাম এসেছে এদের শাস্তি আমরাও চাই। শাহপরান থানার ওসি লিয়াকত আলী হত্যাকান্ডের বর্ণনা করে বলেন, পুলিশ ঘাতকদের গ্রেফতার করতে ইতোমধ্যে কয়েকটি স্থানে অভিযান চালিয়েছে। সজীব সিদ্দিকীর জানাজা আজ স্টাফ রিপোর্টারঃ সন্ত্রাসী হামলায় নিহত মেহরান সিদ্দিকী সজীবের নামাজে জানাজা আজ সোমবার বাদ আসর নয়াসড়ক জামে মসজিদে অনুষ্ঠিত হবে।

পরে তাকে মানিক পীরের টিলায় দাফন করা হবে।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.