কি জানি_______ তিনটি গুরুত্বপুন্য্ সুন্নত যার উপর আমোল করতে পারলে অন্তরে নুর পয়েদা হয়ে এবং বাকি সকল সুন্নতের উপর আমল করা সহজ হয়ে যায়ে । ১। শুদ্ধো ভাবে আগে আগে সালাম দেওয়া ও সবত্র সালামের ব্যপোক প্রচার করা ( সালামের ঊচ্চারন , আসসালামু আলাইকুম ) সালামের উত্তর শুনিয়ে দেওয়া ওয়াজিব। (মুসলিম হা,৫৪/তিরমিজি হা ২৬৯৯) ২। প্রত্যেক ভাল কাজে ও ভাল স্থানে ডান দিককে প্রাধান্য দেওয়া যথা মসজিদ বা ঘরে প্রবেশ এর সময়ে ডান পা আগে রাখা । পোশাক পরিধানের সময়ে ডান হাত ও ডান পা আগে প্রবেশ করানো এবং প্রত্যেক নিম্নমানের কাজে এবং নিম্নমানের স্থানে বাম দিককে প্রাধান্য দেওয়া যথা মসজিদ বা ঘর থেকে বের হওয়ার সময়ে বাম পা আগে রাখা , বাম হাতে নাক পরিষ্কার করা ,পশাক হতে বাম হাত বা বাম পা আগে বের করা । ( বুখারি হা ১৬৮,মুসলিম হা ২৫০৪৩) ৩। বেশী বেশী আল্লাহ তালার জিকির করা । ( সুরায়ে আহজাব ৪১ / মুশ্তাদ্রাক হা ১৮৩৯) এ ছাড়া উপরে উঠার সময়ে আল্লাহু আকবর বলা এবং নিচে নামার সময়ে সুবহান আল্লাহ বলা এবং সমতল ভুমিতে চলার সময়ে লা ইলাহা ইল্লাল লাহ পরতে থাকা । ( বুখারি হা ২৯৯৩)
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।