আমাদের কথা খুঁজে নিন

   

"বিশ্বজিৎ দাস" হত্যাকান্ড নিয়ে করা পোস্ট গুলোতে "সুশীলদের" মন্তব্য নাই কেন ????

চুশীলরা বাথরুমে যান .................... :-P হায়রে সুশীলগন !!! আর কতকাল দু-মুখ সাপ থাকবেন ! এবার একটু মানবিক হন। আজকালতো "সুশীল" শব্দটা শিক্ষিতদের গালিতে পরিনত হয়েছে। বাংলাদেশ যাদের সাথে ৯ মাস যুদ্ধকরে স্বাধীন হয়েছে, সেই পাকিস্তানের মেয়ে "মালালা"কে গুলি করার পর সুশীলগন ব্লগে কাইন্দা শুধু গেঞ্জি-লুঙ্গি না জাইঙ্গা পর্যন্ত ভিজায় ফালাইছে। অথচ আজ যখন ছাত্রলীগের বর্বর হামলায় "বিশ্বজিৎ দাস" মারাগেল । এ সংক্রান্ত পোস্ট গুলোতে চিহ্নিত সুশীলদের ৯০% এর কোন মন্তব্য নাই !! কোন সুশীল পোস্টও নাই।

যারা করেছেন তারাও ঐ ফটো সাংবাদিককে দোষ খুঁজছেন। সে কেন শুধু ছবি তুলল ? বিশ্বজিৎকে কেন বাঁচাতে এগিয়ে এল না ? আরে মিঞা ! নিজের বুকে হাত দিয়া বলেনতো,আপনি ঐ পরিস্থিতিতে থাকলে বিশ্বজিৎকে বাঁচাতে যাইতেন ?? যে যাবে সে-ই কোপ খাবে । আসলে ঐ সাংবাদিক অনেক সুশীলের ক্ষতি করছে । যদি কোন ছবি না তুলতো তবে এতক্ষনে "এক হিন্দুকে হত্যা করেছে শিবির", "মৌলবাদীদের সংখ্যালঘু নির্যতন: চাপাতির কোপে নিহত বিশ্বজিৎ ", "এদেশ এখন আর সংখ্যালঘুদের জন্য নিরাপদ নয়" ------- এমন সব শিরোনামে ১০ টা পোস্ট আসতো। আর সবাইকে হরতাল ও অবোরোধের দিন সাবধানে চলাচলের অনুরোধ করছি ।

বিপদ বলে-কয়ে আসেনা । আর পিটিয়ে মানুষ মারা ছাত্রলীগের ঐতিহ্য। ভাবতে লজ্জা লাগে ছাত্রজীবনে আমিও এই দলের নেতা ছিলাম। আর সুশীলগনকে অনুরোধ করছি, ঐ চাপাতি ওয়ালা ছেলেটার মানবিকতা আর আপনার মানবিকতার মধ্যে কি কি মিল আছে তা খোঁজেন। কারো কারো মনে প্রশ্ন আসতে পারে, নাফীসের এত লাগল কেন? উত্তর হলঃ বিশ্বজিৎ ঢাকাইয়া পোলা।

আমগো পুরান ঢাকার পোলা। এর লাইগ্যা আমার গায়ে লাগছে। বুঝছেন !! বিঃদ্রঃ প্রথম আলো ঐ খবরটা মুইছা দিছে। এবং খবরের কমেন্ট গুলোও। নতুন খবর দিছে "বিএনপি আওয়ামী লীগ: কেউ কথা রাখেনি" শিরোনামে।

অর্থাৎ, এখন খবরটা নিট্রলাইজ হইল। হায়রে সুশীল !!!  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।