খালি গরম লাগে , পুকুরে ডুব দিতে মুঞ্চায় শুরু হল আমার নতুন সিরিজ - পাগলা সিরিজ । অদ্ভুত সব সব তথ্য আর বিনোদনে অজ্ঞান হওয়ার জন্য তৈরি হন সবাই
দৈনন্দিন জীবনে আপনি যেসব কসমেটিকস ব্যবহার করেন , আপনার কি ধারনা আছে সেগুলো কি দিয়ে বানানো হয় ??? আসুন দেখে নিই
দামী পারফিউম তৈরিতে তিমির বমিঃ
দামী পারফিউম তৈরি তে ব্যবহৃত হয় স্পার্ম তিমির বমি । হ্যাঁ । ভুল শোনেন নি । হোয়েল পুপ (whale poop) নামের এই বমি হলুদ রঙের কঠিন মোম জাতীয় পদার্থ ।
১ পাউন্ড হোয়েল পুপ এর দাম প্রায় ১০০০০ হাজার ডলার। অনেকে এই বমিকে সমুদ্রের ভাসমান সোনা ও বলেন ।
মেয়েদের লিপস্টিক তৈরিতে গুবরে পোকাঃ
মেয়েদের লিপস্টিক তৈরিতে ব্যবহার করা হয় গুবরে পোকা । এই গুবরে পোকার নাম Cochineal Beetles । এই পোকার ব্যবহার শত বছর থেকে হয়ে আসছে ।
শুধু লিপস্টিক না - আইসক্রিম , ক্যান্ডি , আই লাইনার তৈরিতেও এটি ব্যবহার করা হয় ।
নেইল পলিশ ও মাসকারা তৈরিতে মাছের আইসঃ
নেইল পলিশ আর মাসকারা তৈরিতে ব্যবহার করা হয় মাছের আইস ।
আই-শ্যাডো , সাবান ও লিপস্টিক তৈরিতে মৃত প্রাণী
আই মেকাপ , লিপস্টিক, মেকাপ বেইস ও ফাউন্ডেশন ও কিছু সাবান তৈরির প্রধান উপাদান হল Tallow. এই Tallow তৈরি করা হয় মৃত প্রাণী থেকে ।
চুলের প্রসাধনি তৈরিতে ষাঁড়ের বীর্যঃ
চুলের প্রসাধনি তৈরিতে ব্যবহার করা হয় ষাঁড়ের বীর্য । ষাঁড়ের বীর্যে প্রচুর প্রোটিন থাকায় তা শুষ্ক আর ভাঙ্গা চুল এর সমস্যা রোধে সহায়ক ।
মইশ্চারাইজার তৈরিতে শামুকঃ
মইশ্চারাইজার তৈরিতে ব্যবহার করা হয় শামুক নিঃসৃত তরল ফেনা। ব্রন রিমুভার ক্রিম তৈরিতেও এই শামুকের ফেনা ব্যবহার করা হয়।
সান্স ক্রিম , লিপ বাম তৈরিতে হাঙ্গরের যকৃৎঃ
সান্স ক্রিম , লিপ বাম এবং মইশ্চারাইজার তৈরিতে হাঙ্গরের যকৃৎ ব্যবহার করা হয় । অতিরিক্ত মাত্রায় হাঙ্গর শিকার হয় বিধায় এখন অনেক কম্পানি হাঙ্গরের যকৃৎ এর ব্যবহার কমিয়ে আনার চেষ্টা চালাচ্ছে।
শেভিং ক্রিম তৈরিতে ভেড়ার লোমঃ
শেভিং ক্রিম এবং মইশ্চারাইজার তৈরিতে ব্যাপক মাত্রায় ব্যবহার করা হয় ভেড়ার লোম থেকে তৈরি লেনোলিন ।
এখন কি ভাবছেন ??? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।