আমাদের ভয় দেখিয়ে করছো শাসন, জয় দেখিয়ে নয় বাংলাদেশের পাঠ্যবই কারা লেখে? প্রশ্নটা না করে পারছি না। এতকাল ধরে জেনে আসলাম সুনামি মানে বন্দরের ঢেউ (harbour wave), কিন্তু বোর্ডের বইয়ে লিখেছে সমুদ্রতীরের ঢেউ। (অষ্টম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, পৃষ্ঠা ৬৯) উইকিপিডিয়াটাও দেখলাম, ওখানেও লিখেছে বন্দরের ঢেউ। (https://en.wikipedia.org/wiki/Tsunami ) তবে কি এতকাল ভুল জানতাম, উইকিপিডিয়ায় ভুল লিখেছে? এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকাও দেখলাম, ওখানেও লিখেছে বন্দরের ঢেউ। সবাই মনে হয় ভুল করেছে, তাই বোর্ডের বইয়ে ভুলটা শুধরে দিয়েছে; কি বলেন?
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।