আচন্ন বলগ নির্বাচনে ইতুমইধ্যে বেশ হয়েক জনে নিজেগো মারকা লইফেলাইছে খাড়াইয়া। কয়েক জন আবার বইসা বইসাও লইসে, মানে তারা বুড়াতো তাই খাড়াইতে হারেনাই লাইনে
হেইদিন মারকা নিতাম যাইয়া দেহি বিরাট লাইন, ডরাইসিলাম। জানা আপায় যে ভাবে পান চিবাইতে চিবাইতে বলগারগো মারকা দিতাছিল, আমিতো ভাবসিলাম , যাহ শালা আইজগাতো এহানেই ঘুমাইতে হইবো দেহি। বেবাকতে লাইলে হাড়াইতে বেস্ত, মাগার আমি দিলাম দৌড় দোকানে। পান আইনতে।
জর্দা দিয়া পানের কিলি আইনা চালান দিলাম ফাঁক দিয়া ডাইরেক্ট জানা আপার মুখে। বেহেশ্তের লাহান না চাইতেই কিলি পান মুখে সামনে দেইক্যা জানা আপনার চোক বড় বড় মুকের ভিতর পান হান্দায়া কয়, কি সাও টুমি? কয়ায় পিচিকিরি ফেলাইল সামনে, আরেকটু লাইগা আমার নাকে ঢুকেনাই। যাউকগা, মারকার লাইগা পানের পিচকির নাকে ক্যান মাথায়ও নিতাম এগ্রি
আফায় কইলো কোন মার্কা সাও?
কইলাম চান মামার আবার অন্য কোন মারকা? ডাইরেকট চান মারকা লোড দেনগো আফা।
আফায় ডেকস খুইল্লা চান মারকা দিয়া কইলো, আমারে বুট না দিলে খপর আছে তোমার।
কইলাম পানতো দুই কিলি দিসি, আবার কিয়ের বুট?
পিচিক কইরা পানের পিচকি ফেইলা কইলো, আব্বে বুট না ভোট কইসি
কইলাম জান যাইবো তাও অন্য কাউরে ভোট দিমুনা নিজেরে ছাড়া, কইয়াই মারকা লইয়া দিছি দৌড়।
অহন হুনছি মুগুর লইয়া নাকি আমারে খুঁজতাছে জানা আপায়।
একখান ভাচন দিয়া ফেলাই......
অহনতো ইলেকশন করাও মুশকিল হইসে। কেউ মাল্টি লই দৌড়ে, আবার কেউ মুগুর হাতে দৌড়ায়। আমারে কইলাম ঠেকাইতে পারবোনা, আমি ব্লগ নির্বাচন করুমই করুম। বাই সকল, আমি ওয়াদ করতাছি আমারে ভোট দিয়া জয়যুক্ত কইরেন, আমি সামুর উন্নয়নে ভাসায়া দিমু আপনেগো।
মানে কমেন্ট আর পোষ্টের জোয়াড়ে ভাসায় দিমু। এই চান মামার ওয়াদা কইলাম পাক্কা
আমার তোমার মারকা কি?
চান মামার সোনার চান
ব্লগের যদি হিট চান
একটা ভোট দিয়া যান
স্লোগান কইলাম স্লোলি দিয়েন না, চিককুর দিয়া দিবেন, সবার লাইগা একটা কইরা কমেন্ট ফ্রি
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।