নিয়ম ভাঙ্গার ক্ষণ এসেছে নিয়ম ভাঙ্গার ক্ষণ। ভেঙ্গে দিয়ে চল তোরা সব ভেঙ্গে দিয়ে চল ভেঙ্গে ফেল নিয়ম নামে অনিয়মের সচল চাকায় পিষ্ট জীবন, সবুজ ভূবন , রুদ্ধ শ্বাসের সোনার শিকল, মায়ার বাঁধন হেচকা টানে। ভেঙ্গে দিয়ে চল তোরা সব ভেঙ্গে দিয়ে চল। ভেঙ্গে ফেল সমাজটা কে অসমাজের আদলে গড়া আইন- কানুনের ছলচাতুরি, বুড়ো-কুড়োদের জারিজুড়ি, সিনাজুড়ি, নষ্ট লোহিত পিণ্ডের বল, প্রতাপশালীর প্রতাপ নাটাই ঘুড়ির সুতো বুকের পাঁজর ভেঙ্গে দিয়ে চল তোরা সব ভেঙ্গে দিয়ে চল।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।