আমাদের কথা খুঁজে নিন

   

এবার প্রয়োজন মানুষের এ্যান্টি ভাইরাস

গভীরে যেতে চাই, অনেক গভীরে, যেখানে সুন্দর একটা মন থাকে মানব দেহকে জীবানু থেকে সুরক্ষা ও নিরাপদ রাখার জন্য বিজ্ঞানীরা নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবন করে মানব দেহের বিভিন্ন রোগ প্রতিরোধের জন্য নানা ধরনের ভ্যাকসিন উদ্ভাবন করেছেন এবং তা কাজেও লাগছে। আবার কম্পিটারকে সুরক্ষা ও নিরাপদ রাখার জন্যও আবিস্কৃত হয়েছে এ্যান্টি ভাইরাস। যা আপনার আমার কম্পিউটারকে রাখছে নিরাপদ ও ঝুঁকিমুক্ত। অনেকে বলেন দিন দিন সভ্য হচ্ছে মানুষ। আসলে কি তাই ? যে সমাজে টাকা ছাড়া কোন কাজ হয় না, সেটাকে আর যাই বলা হোক সভ্যতা বলা যায় না।

যে মানুষগুলো কাজের বিনিময়ে টাকা নিচ্ছে তারা মানুষকে সেবা করার অঙ্গিকার নিয়েই সে কাজে নেমেছে অথবা সে কাজের বিনিময়ে বেতন নিচ্ছে, সেই বেতনে যদি তাদের সংসার না চলে, তারা সে কাজ ছেড়ে দিয়ে অন্যকাজ বেছে নিলেই পারে। জগতে টাকার দরকার কার নেই ? যারা কাজের বিনিময়ে টাকা নিচ্ছে, টাকা কি শুধু তাদেরই দরকার ? যারা টাকা দিচ্ছে, তাদের দরকার নেই ? যান্ত্রিক সভ্যতার এযুগে আমরা মানুষগলো ক্রমেই যান্ত্রিক হয়ে যাচ্ছি। ব্যাক্তি কেন্দ্রিক লোভ-লালসা প্রভাব ফেলছে আমাদের সমাজ ও রাষ্ট্রের উপর। অন্যায়, অবিচার, দূর্নীতি বিরাজ করছে বিশ্বের প্রায় প্রতিটি দেশে। মানুষ এটাকে এখন পাপ মনে করছে না।

বিবেক নামক কিছু থাকছে না। এখান থেকে ঘুরে দাঁড়াতে পারছিনা আমরা। অন্যায় ভাবে মানুষ অর্থ উপার্জনের দিকে ছুটছে, ন্যায়-নীতি বিসর্জন দিচ্ছে। এ অবস্থা চলতে থাকলে আমাদেরকে হয়তো আদিম যুগে চলে যেতে হবে। বিজ্ঞান তো অনেক কিছুই আবিস্কার করেছে, এবার তারা আবিস্কার করুক কোন হরমুনের প্রভাবে মানুষ লোভী হয় বা অসুস্থ্য চিন্তা করে।

আর তা না করতে পারলে আমাদের পেছনের দিকেই চলে যেতে হবে। যে হরমুনের প্রভাবে মানুষ স্বেচ্চাচারী ও দূর্নীতি গ্রস্ত হয়, সকল হরমুনের পরিমান কমিয়ে কিছু একটা করা যায় কিনা তা ভেবে দেখতে হবে। এ্যান্টি ভাইরাস আপডেট থাকলে যেমন কম্পিউটারকে কোন ভাইরাস আক্রমন করতে পারে না ঠিক তেমনি একটি এ্যান্টি ভাইরাস, আমাদের সমাজের অসুস্থ্য ও দূর্নীতি গ্রস্ত লোকদের জন্য প্রয়োজন। যা মানুষকে অসৎ চিন্তা ও অসৎ কাজ থেকে দূরে রাখতে পারে। আমরা মানুষ, সৃষ্টির সেরা জীব।

সৃষ্টিকর্তা আমাদের এ জগতের সমস্ত কিছু নিয়ন্ত্রন করার ক্ষমতা দিয়েছে। সবকিছু নিয়ন্ত্রনও করছি আমরা, শুধু নিয়ন্ত্রন করতে পারছিনা আমাদের নিজেদের। সবাই যে এ ক্ষেত্রে ব্যার্থ হচ্ছে তা নয়। তবে অধিকাংশ মানুষই তারা তাদের নিয়ন্ত্রন করতে ব্যার্থ হচ্ছে। সৃষ্টির সেরা জীবের কর্মকান্ডটা সেরা হওয়ারই কথা, কিন্ত তা না হয়ে হচ্ছে তার উল্টোটি।

 ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.