আমাদের কথা খুঁজে নিন

   

স্কয়ার হাসপাতাল, হাসপাতাল তো, ঠিক? না কি এক ফাইভস্টার হোটেল?????

আমার আত্মীয়ের ছোট্ট ছেলেটি ভর্তি হয়েছে স্কয়ারে, অপারেশনও হয়েছে। কিন্তু বমি হচ্ছে শুধু। আজ সকালে বোধহয় কিছুটা কমেছে। এখন হাসপাতাল কর্তৃপক্ষ পাগল হয়ে গেছে যেন তারা 'রুম ভ্যাকেন্ট' করে, কারণ 'প্যাকেজ' শেষ। মা টি কে অস্থির করে দিচ্ছে বাড়তি টাকা দেবে কিনা সেই ডিসিশনের জন্য। এখন সে একা, একটু সময় লাগতে পারে, কিন্তু সেটা তারা মানবে না। হাসপাতাল টাকা চাইবে ভালো কথা, কিন্তু তাদের এপ্রোচ এমন হয় কেন? এমন না তো যে ঐ বাচ্চাটি ও তার মা হলিডে রিসোর্টে গেছে? এমন পাগল হয়ে যায় কেন, আর রুগিকে এমন পাগল করে দেয় কেন? আমার আত্মীয়ের কথা বলতে পারি যে সম্পূর্ণ টাকা না দেয়ার প্রশ্নই উঠবে না। কিন্তু এই মানসিকতা নিয়ে হাসপাতাল না চালিয়ে একটি হলিডে রিসোর্ট বা ফাইভ স্টার হোটেল খোলাটা কি বেশি যুক্তিযুক্ত ছিল না? হলিডে 'প্যাকেজ' অফার করা যেত?

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১৫ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.