সুখের কথা বোল না আর,বুঝেছি সুখ কেবল ফাঁকি,দুঃখে আছি,আছি ভালো,দুঃখে আমি ভালো থাকি। বেশকিছুদিন ধরে সাম্প্রদায়িক উস্কানিমুলক বক্তব্য দেখে মেজাজটায় খারাপ হয়ে যাচ্ছে। গতকাল আরিফ জেবতিকের স্ট্যাটাস এ একজন কমেন্ট করল 'কিছুদিন পর দেখাযাবে বাংলাদেশের মুসলিম মেয়েরা হিন্দু ছেলেদের রেপ করছে। আর একজন কমেন্ট করল;বাংলাদেশের সব হিন্দুকে বের করে দেয়া উচিত। পরিমল, তারকচন্দ্র মন্ডল, চন্দন পোদ্দার, অরূণ চৌধুরীর বেলায় কিছু মানুষজন এটাকে সাম্প্রদায়িক রুপ দিতে চেয়েছিল,খুবই বিরক্তিকর ছিল সেটা।
কিছুদিন আগে CLOSE UP ONE তারকা রন্তি দাস একজন মুস্লিমকে বিয়ে করেছেন। তার ছবিতে হিন্দুরা এসে যেভাবে ইসলাম এবং মুসলিমদের বিরুধে বিদ্বেষ প্রকাশ করতে লাগলো রীতিমত অবাক হয়ে গেলাম। আমার অনেক বন্ধুবান্ধব আছে যারা হিন্দু ,কিন্তু কখনো মনে হয়নি তারা আমার ধর্ম সম্পর্কেএমন ধারনা পোষণ করে। বাংলাদেশ ভারত এইসব দেশগুলাতে প্রায় তারকাদের দেখা যায় বিয়ের পর ধর্ম পরিবরতন করতে,হিন্দুরা মুসলিম হচ্ছে বা মুসলিম হিন্দু হচ্ছে। আমার মনে হয়না এটাতে খুশি হওয়ার বা দুঃখ পাওয়ার কিছু আছে।
তারা কোন ধরমগন্থ পড়ে আকৃষ্ট হয়ে এই কাজ করছে না,বিয়ে করার কারণে ধর্ম পরিবরতন করে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় তারকাদের ছাড়াছাড়ি হয়ে গেলে তারা আবার আগে ধর্মে ফিরে যায়।
রন্তি দাসের এই ঘটনার পর আমি মোটামুটি বাংলাদেশের হিন্দু পেজগুলোতে একবার দুইবার গিয়েছিলাম,কিন্তু কমেন্টগুলো পড়া আমার পক্ষে আর সম্ভব হয়নি। তাদের মনোভাব দেখে মনে হল,মুসলিমরা পশু,তারা শুধু মানুষের উপর অত্যাচার করে,ইসলাম খুব খারাপ ধর্ম,বাংলাদেশে চরম মাত্রায় সাম্প্রদায়িক দেশ,এখানে মুসলিমরা সংখালগুদের উপর অত্যাচার করে,ভারত খুব ভাল দেশ।
উপরের ছবির মেয়েটি আয়েশা আলিয়েভা....
মেয়েটা কাশ্মীরের এক নির্যাতিতা মেয়ে... ইন্ডিয়ার আইন শৃঙ্খলা বাহিনির চরিত্রহীন কতগুলি অমানুষ মেয়েটারইজ্জত কেড়ে নিয়েছিলো. আল্লাহর ভয়ে মেয়েটি আত্মহত্যা করতে পারেনি. রাজপথে নেমে এসেছিলো প্রতিবাদে শরীক হতে, সাথে করে নিয়ে এসেছিলো নিজ হাতে লেখা একটা ফেষ্টুন...
যাতে প্রতিবাদ এবং অভিমান মিশ্রিত কয়েকটাকথা...
লা'নত হ্যাঁয় জালেম হুকুমত পর..
লা'নত হ্যাঁয় কাতেল হুকুমত পর..
লা'নত হ্যাঁয় খামুশ উম্মত পর..
ঘটনাটা কাশ্মীরের হলেওবর্তমান বাংলাদেশের জন্য শ্লোগান গুলি খুবই তাত্পর্যপূর্ন;
_____~_____~___ __^____^__
অভিশাপ এই অত্যাচারি শোষক গোষ্ঠির জন্য..
অভিশাপ এই হত্যাকারী শোষক গোষ্ঠির জন্য..
ছবির উৎস এবং ছবির লেখা:facebook
ছবিটা দেয়ার উদ্দেশ্য এটায় মুসলিমদের উপর অনেক অত্যাচার হয় কিন্তু তা মিডিয়াতে আসে না,কিন্তু মুসলিমরা কোন অপরাধ করলে সেটা অনেক বেশি হাইলাইট করা হয়।
একটা গল্প সুনিছিলাম সতি কিনা জানি না,গল্পটা ছিল এমন,আমেরিকাতে এক বাচ্চা মেয়েকে কুকুর তাড়া করল,কেউ কিছু করতে পারছে না,এমন সময় একযুবক সাহসিকতার সাথে বাচ্চাটাকে বাঁচাতে গিয়ে কুকুরতাকে মেরে ফেলল,সাংবাদিকরা এসে সেই যুবকের সাহসিকতার প্রশংসা করতে লাগলো। কিন্তু যখনই শুনল ছেলেটা মুসলিম এরপরেরদিন নিউজপেপারের শিরোনাম হল
'একজন মুসলিমের হাত থেকে রেহাই পেল না একটা কুকুরও'
পেপারে পরলাম মায়ানমারে মুসলিমদের উপর আইন করা হয়েছে তারা দুইটার বেশি সন্তান নিতে পারবে না। শুধুমাত্র মুসলিমরা এই আইনের আওতায় থাকবে,অন্য ধর্মের লোকজন না। ভারতে সেনাবাহিনীতে মুসলিমরা দাড়ি রাখতে পারবে না,কিন্তু ঠিকই শিখরা রাখতে পারবে।
আমার জানামতে বাংলাদেশে এমন কোন আইন নাই যেটা অন্য ধর্মের লোকজনকে তাদের ধর্ম পালনে বাধা দেয়।
বাংলাদেশ ভারত ,পাকিস্তান ,মায়ানমারের চেয়ে অনেক বেশি উদার গণতান্ত্রিক দেশ । তারপর ও বাংলাদেশকে কে বা কারা বারবার সাম্প্রদায়িক লেবেল লাগানোর চেষ্টা করছে বুঝি না। পরিশেষে একটা কথায় বলতে চাই,সাম্প্রদায়িক উস্কানি যেই দিক হিন্দু হোক মুসলিম হোক,নাস্তিক হক তাদের এখনি থামাতে হবে। আর ধর্ষকের কোন ধর্ম নাই,তাদের একমাত্র শাস্তি ফাঁসি। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।