যেখানে কিছুই পাইনি সেখানে হারাবার কিছুই নেই............. আমি যে বোকামী করেছি তার কোন সীমা নাই। সিএস ই তে পড়তে চাই। কিন্তু আমি এইচ এস সি তে ম্যাথ নেই নাই। এসএসসি তে ম্যাথ এ C পেয়েছিলাম। তাই ভয়ে এইচ এস সি তে আর নেই নাই।
ম্যাথ ছাড়া কি কোনভাবেই সিএসই সম্ভব না??
প্রাইভেট, ন্যাশনাল, বা যেকোন সেকেন্ড ক্লাস ভার্সিটিতে পড়তে আপত্তি নাই। যদি ম্যাথে ডিপ্লোমা করা লাগে তাতেও সমস্যা নাই।
কারও অভিজ্ঞতা থাকলে একটু হেল্প করেন প্লিজ। ভর্তিহতে অতিরিক্ত টাকার দরকার হলে তা ও দেয়া যাবে।
এদেশে টাকা দিয়ে নাকি সব হয়।
আমার টা কি হবে না?? ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।