আমাদের কথা খুঁজে নিন

   

চুরি করে বড় গলায় কথা বললে হবে না :প্রধানমন্ত্রী

ভালো। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ক্ষমতায় থাকলে চুরি করবে আবার বড় গলায় কথা বলবে, এটা তো হতে পারে না। জোট সরকারের আমলে যে নির্যাতন হয়েছে, তা তদন্তে গঠিত কমিশনের রিপোর্টে অনেক মন্ত্রী-এমপির নাম রয়েছে। ক্ষমতায় থেকে তারা দুর্নীতি-লুটপাট করেছেন। এতিমের টাকা মেরে খেয়েছেন।

পাশাপাশি অত্যাচার-নির্যাতন করেছেন। তাদের বিচার বাংলার মাটিতে হবে। বৃহস্পতিবার গণভবনে দিনব্যাপী ভোলা জেলা আওয়ামী লীগের তৃণমূল নেতাকর্মীদের সঙ্গে অনুষ্ঠিত মতবিনিময় সভায় সমাপনী বক্তৃতা করেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা। বিএনপির সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপির কাজ অপরাধীদের রক্ষা করা ও তাদের বাঁচানো। তিনি বিএনপিকে অত্যাচারী দল হিসেবে আখ্যায়িত করে বলেন, অত্যাচার করবেন আর নিজেরা বড় বড় কথা বলবেন, বাংলার জনগণ তা বরদাশত করবে না।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের পাঁচ বছরে গোটা বাংলাদেশ ছিল অত্যাচারের ভূমি। প্রথমে অপারেশন ক্লিনহার্ট, তারপর ক্রসফায়ার। তারা কি না অত্যাচার করেছেন! ওদের অত্যাচারের কাহিনী বলে শেষ করা যাবে না। বিগত বিএনপি সরকারের আমলের সমালোচনা করে তিনি বলেন, আমাদের আমলে কারও কিছু হলে কোর্টে যেতে পারে, থানায় যেতে পারে, বিচার চাইতে পারে। আর তাদের আমলে তো জান বাঁচানোই কঠিন ছিল।

থানায় গিয়ে মামলা করবে কিভাবে? তিনি বিএনপি-জামায়াতের বর্ধিত জোট সম্পর্কে বলেন, জামায়াত-বিএনপি এরা যেমন, তারা জোটাচ্ছেও সেরকম দল। শেখ হাসিনা বলেন, আমরা দেশকে উন্নত করতে চাই। সমৃদ্ধিশালী করতে চাই। আমাদের রিজার্ভ যথেষ্ট পরিমাণ আছে। বিদেশে আরও লোক পাঠানোর ব্যবস্থা হচ্ছে।

তথ্যপ্রযুক্তিতে আমরা অনেক এগিয়েছি। আমরা যুবকদের জন্য কর্মসংস্থান ব্যাংক সৃষ্টি করেছি। তিনি বলেন, আমাদের কাজই জনগণের জন্য। আমাদের ছেলেমেয়েরা লেখাপড়া শিখবে। আমরা প্রত্যেককে পড়ালেখা করতে সহায়তা করব।

সেই লক্ষ্যে একটি ট্রাস্ট গঠন করেছি। প্রধানমন্ত্রী বলেন, অত্যন্ত দুঃখের বিষয়, অনেকে তো শিক্ষার মূল্য দেয় না। পরীক্ষা নষ্ট হোক, ছেলেমেয়ের জীবন নষ্ট হোকÑ ওদিকে তাদের খেয়াল নেই। তিনি বলেন, আমরা চাই সময়মতো পরীক্ষা হোক। বছরের প্রথম দিন ছেলেমেয়েদের হাতে বই পৌঁছে যাক।

সময়মতো রেজাল্ট দেয়া হোক। শেখ হাসিনা বলেন, আমার মনে হয় বিরোধী দলের নেত্রীর এসব পছন্দ হয় না। কাজেই তিনি পরীক্ষা নষ্ট করতে পারলে মনে করেন এটাই ভালো। উনি অশিক্ষিত দেখেই এসবের মূল্য বুঝেন না। শিক্ষিত হলে তিনি একটি হলেও ডক্টরেট ডিগ্রী পেতেন।

প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকারের আমলে যখন আমার নামে মামলা দিয়ে আমাকে দেশে আসতে দেয়া হচ্ছিল না, সে সময় দলীয় নেতাকর্মীদের ভালোবাসায় আমি দেশে ফিরে আসি। আমি দেশে না আসতে পারলে এ দেশে গণতন্ত্র আসত না।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.