আমাদের কথা খুঁজে নিন

   

৪র্থ বাংলা ব্লগ ডে - বরিশালঃ আসুন সময় করে একসাথে মিলিত হই।

কিছু লিখতে পারি না, শুধু মন্তব্য করতে চাই। । এবার দেশে ও বিদেশে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা নিয়ে আগামী ১৯ শে ডিসেম্বর ২০১২ ৪র্থ বাংলা ব্লগ দিবস পালনের প্রস্তুতি চলছে। ইতিমধ্যে ঢাকা ছাড়া দেশের মধ্যে সিলেট, রাজশাহী, চট্টগ্রাম ও রংপুর বিভাগের এবং দেশের বাইরে ইংল্যান্ড, আমেরিকা ও মালেয়শিয়ায় ব্লগ দিবস পালনের জন্য ব্লগাররা ইতিমধ্যে কার্যক্রম শুরু করে দিয়েছেন। বরিশালের অনেক ব্লগার আছেন।

তাদের সকলকে প্রতি আহবান করছি আসুন আমরা একসাথে বসে ব্লগ দিবস কিভাবে পালন করতে পারি তা আলোচনা করি। আমরা হয়ত ঢাকার মতো বিশাল করে কিছু করতে পারবো না কিন্তু সব ব্লগাররা একসাথে বসে আড্ডা তো দিতে পারবো, নিজেদের সাথে পরিচয় হতে পারবো। ইতিমধ্যে ২/১ জন ব্লগারের সাথে আমার মৌখিক কথা হয়েছে। যারা যারা আছেন আসেন একসাথে বসে ঠিক করে ফেলি কোথায়, কখন একত্রিত হয়ে ব্লগ দিবস পালন করব। অনেকেই হয়ত ভুল করে বলে থাকেন ১৯ শে ডিসেম্বর সামু’র ব্লগ দিবস।

কিন্তু যা একদমই ভুল। ১৯শে ডিসেম্বর হল বাংলায় যারা ব্লগ লিখেন তাদের সকলের জন্য ১৯শে ডিসেম্বর বাংলা ব্লগ দিবস। যাদের যাদের সাথে অন্য ব্লগগুলোতে নিক আছে বা অন্য ব্লগের ব্লগারদের সাথে পরিচয় আছে তাদেরকে জানিয়ে দিন। আমার ফাইনাল পরীক্ষা চলছে। তাই একটু ব্যাস্ত আছি।

১৩ তারিখের মধ্যে আবার ফ্রি হয়ে যাবো। বরিশালের ব্লগাররা ব্লগ ডে'র জন্য যোগাযোগ করুনঃ একজন আবিরঃ েণবুলা েমােশর্দ ভাই : ০১৭২৩৩৮৮৫৭১ বিশেষ কৃতজ্ঞতাঃ ব্লগার একজন আরমান , আমিনুর রহমান ও ঘুড্ডির পাইলট ভাইদের। বিশেষভাবে উল্লেখ্য: বাংলা ব্লগ দিবস অনলাইনে সকল বাংলা ব্লগ ও কমিউনিটি সাইটের যোগদানের জন্য উন্মুক্ত। কেবল যুদ্ধাপরাধের দোসর গোষ্ঠী এবং সহায়ক শক্তি এ আয়োজনে সম্পূর্ণরূপে নিষিদ্ধ।  ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।