ড্রোন নিয়ে ইরান-আমেরিকার খেলা নতুন কিছু নয়। আজ থেকে ঠিক এক বছর আগে অর্থাত গত বছরের ৪ ডিসেম্বর আফগান সীমান্ত থেকে ইরানের প্রায় আড়াইশ' কিলোমিটার অভ্যন্তরে ঢুকে পড়ার পর ইরানি সেনাবাহিনীর ইলেক্ট্রনিক ওয়ারফেয়ার ইউনিট মার্কিন চালকবিহীন আরকিউ-১৭০ সেন্টিনাল স্টিলথ বিমানটি নিরাপদে মাটিতে নামিয়ে আনতে সক্ষম হয়। এর পর গত ১ নভেম্বর ইরানের আকাশসীমায় একটি মার্কিন ড্রোন অনুপ্রবেশ করার পর তা গুলি করে তাড়িয়ে দিয়েছিল তেহরান। আর সর্বশেষ খবর হলো- ইরান এবার পারস্য উপসাগরের আকাশ থেকে একটি মার্কিন পাইলটবিহীন বিমান বা ড্রোন আটক করেছে। ইরানের ইসলামী রেভ্যুলুশনারি গার্ড বাহিনী বা আইআরজিসি জানিয়েছে, ইরানের আকাশসীমা লঙ্ঘনের পর 'আগ্রাসী' ড্রোনটিকে আটক করা হয়। খবরটি এখানে পেলাম ইরান কেবল মার্কিন ড্রোন আটক করেই ক্ষান্ত হয়নি ইরানের তৈরি একটি ড্রোন ইজরাইলেও পাঠিয়েছিল লেবাননের হিজবুল্লাহ। এ থেকে বুঝা যায় ড্রোন যুদ্ধে আমেরিকা ইরানের হাতে নাস্তানাবুদ হয়েছে।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।