আমাদের কথা খুঁজে নিন

   

রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (মুক্তিপর্ব)

আমি ঘুরিয়া ঘুরিয়া সন্ধানো করিয়া স্বপ্নেরও পাখি ধরতে চাই আমি স্বপ্নেরও কথা বলতে চাই আমার অন্তরের কথা বলতে চাই... আমার ভালবাসা কেন জানি অনেকটা পথ নির্ভর । পথ ধরে হেঁটে গেছি অনেক দূর দূরান্তে, অনেকটা পথ, বিস্তীর্ণ পথ . . . । যেদিন ভালবাসার কথা বলতে পারলাম, সেদিনও আত্মহারা হয়ে নেমেছিলাম রাজপথে হেঁটে গেছি অনেকটা পথ । ক্লান্তি বিহীন পদযাত্রা, চাইলে সেদিন পুরো ঢাকা ঘুরে আসা যেত । অত ধাত সয় না, সত্যিকারে হাঁটা শিখেছি তুমি চলে যাবার পর ।

তুমি চলে যাবার পর অসংখ্য বার তোমার সাথে যোগাযোগের চেষ্টা করি । অবশেষে একদিন তুমি আসলে, আমার কাছে "মুক্তি" চাইলে । তুমি আমাকে শুধু দিয়েগেছ অকাতরে আমার জীর্ণ কুটির শুধু ভালবাসার ঐশ্বর্যে পূর্ণ করেগেছ । আমার কাছে কখনই তেমন কিছুই চাওনি, যা চেয়েছ কখনও ফেরাইনি, আজ তুমি মুক্তি চাইছ । চাইছ যখন নাও দিলাম তোমায় মুক্তি ভালবেসে কার্পণ্য শিখিনি তোমার উপেক্ষা পেলে অনায়াসে ভুলেযেতে পারি সকল বোধের উত্স গ্রাস করা করা প্রেম যদি চাও ভুলে যাব শুধু এবার শুধু একবার কাছে এসে উপেক্ষা দেখাও আমি কি ডরাই সখী ভালবাসায় ভিখারি বিরহে . . . আজ মনটা অনেক খারাপ বের হলাম চিরচেনা সেই পথে ।

শুরু হল হাঁটা , হাঁটছি আর হাঁটছি ,অনন্ত কাল ধরেশুধুই হাঁটছি । সেদিন সাভার থেকে ঢাকা বত্রিশ কিলোমিটার রাস্তা হেঁটে চলে আসলাম । বারবার চোখ ঝাপসা হয়ে আসছিল । এত কষ্ট, এত কষ্ট ! ! কোথায় ছিল এরা এতদিন ? এই অনুভূতি কি আমার ভেতরেই ছিল এতদিন কি আশ্চর্য ! ভালবাসার অস্তিত্বে ভালবাসা চিনিনি । ভালবাসা হারিয়ে ভালবাসা চিনেছি, তুমি চলে গেছ বলেই হয়ত এতটা ভালবাসতে পেরেছি তোমাকে ।

এতটাই ভালবেসেছি যে মাঝে মাঝে হিংসে হয় একটা মানুষকে এত ভালবাসা যায় ? মেয়ে শোন এবার, আমি হয়ত নশ্বর, ক্লীব তোমার অযোগ্য, কিন্তু কখনো বলোনা আমি ভালবাসতে জানিনা । একটা নিরর্থক ঝিনুকের ভেতর অনিচ্ছায় ঢুকে গেছ তুমি ব্যাধি বীজ । দুই খোলের অভ্যন্তরে ক্রমশ বেড়ে উঠেছ সংক্রামক ব্যাধি হয়ে । যেহেতু কিছুই করার নেই আমার যন্ত্রণা সহ্য করা ছাড়া তাই নিজের ব্যাধিকে রূপান্তর করেছি একরত্তি নিটোল মুক্তায় । আমি জানি আমি অযোগ্য ঝিনুকের মত কিন্তু আমার ভালবাসা মুক্তোর মত অনেক সুন্দর, যাও আজ তুমি মুক্ত তোমায় মুক্তি দিলাম মুক্ত হাওয়ায় যাও যেখানে চাও আমি নিঃস্ব হব, পথ হারাবো হারিয়ে তোমায় আবার পাবো সেদিন তুমি চিনবে আমায় শেষ কথাটি দাও . . . . . প্রথম পর্ব রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত দ্বিতীয় পর্ব রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (বসন্তপর্ব) তৃতীয় পর্ব রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (কাব্যপর্ব) চতুর্থ পর্ব রাস্তা , টিউশনি , ওয়েভ ফাংশন আর বরুনা কিংবা নীলাঞ্জনার হাত (অপেক্ষাপর্ব) ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।