বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র কিছু কথা না বললেও বলতে হচ্ছে
বাংলাদেশের বর্তমান আইন শৃঙ্খলার পরিস্থিতি ও সরকারের কর্মকাণ্ড নিয়ে আলোকপাত করতে চায়। আমি খুব অল্প কিছু কথার মাধ্যমে বিষয়টি ব্যাখ্যা করার চেষ্টা করব।
আমরা যারা বাংলাদেশে গত তিন চার বছর ধরে অবস্থান করছি তারা নিশ্চয় ভাল ভাবেই জানি আমাদের দেশের বর্তমান পরিস্থিতি ও তার কারন। আমাদের বর্তমান সরকার প্রথম থেকেই বলতে চেষ্টা করছেন যে বিগত যে কোন সরকারে আমল থেকে বর্তমান সরকারের আমলের আইন পরিস্থিতি সব চেয়ে ভাল। কথাটা কত খানিক যুক্তি যুক্ত তা পত্রিকা গুলোর পাতা দেখলেই বোঝা যায়।
অবস্থা এতটাই ভাল যে রাষ্ট্রের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা নিজেরাই আজ বিতর্কিত। পূলিশের তো আগে থেকেই সুনাম ছিল এখন RAB এবং সেনা বাহিনীও নিজেদের বিতর্কিত করতে কুণ্ঠিত বোধ করছে না। সেই সাথে যোগ হয়েছে রাজনৈতিক অস্থিতিশীলতা। সরকারী- বেসরকারি দলের কিছু হঠকারি সিদ্ধান্তের খেসারত দিতে হচ্ছে সাধারণ পাবলিকদের। বিরোধী দল যত না বেশি উসস্রিঙ্খলতা প্রদর্শন করছে তার চেয়ে বেশি সরকার দলীয় মন্ত্রী-ক্যাডারদের কাণ্ডজ্ঞানহীন কাজকর্মে রাজনৈতিক পরিস্থিতিকে অত্তপ্ত করে তুলছে।
একদিন হয়তো ঘুম থেকে উঠে দেখব পুরো গণতন্ত্র টাই গুম হয়ে গেছে
আচ্ছা আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী কি এতটাই অক্ষম যে দেশের শান্তি রক্ষায় তাদের আজ নাজেহাল হতে হচ্ছে। প্রতিদিন কেন এভাবে সবাই কে প্রান হারানোর ত্রাশ নিয়ে বাঁচতে হচ্ছে। কেন এভাবে চোখের সামনে সমাজের শীর্ষ পর্যায়ের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ জনগণের অপহরণ হওয়ার খবর শুনতে হচ্ছে ? যেভাবে সরকারি দলের ক্যাডাররা মরিয়া হয়ে উঠেছে সেভাবে শিবির কর্মীরাও মাথা চাড়া দিয়ে উঠেছে। মানছি শিবির কর্মীদের নেতাদের যুদ্ধাপরাধের মামলা থেকে বাঁচানোর জন্য এই ঘটনা ঘটাচ্ছে কিন্তু ছাত্রলীগ ? ওদের কি সমস্যা ? এই খবর গুলো কি প্রধান মন্ত্রীর মন্ত্রী পরিষদে পৌছায় না ? আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষা কারি বাহিনী যদি এতটাই দুর্বল হবে তাহলে হরতালের দিন গুলো তে কেন বিরোধী দল তাদের সামনে দাড়াতে ভয় পায়। হরতালের দিন গুলো তে যদি এত কঠোর নিরাপত্তা বলয় তৈরি করার ক্ষমতা রাখে তাহলে বছরের অন্য দিন গুলোতে কি সমস্যা হয়।
তাহলে কি সরকার ইচ্ছা করেই দেশের আইন ব্যাবস্থা কে পঙ্গু করে রেখেছে নিজের স্বার্থে ? এটা আমার ছোট মাথার একটা প্রশ্ন থাকল আপনাদের কাছে
এভাবে চলতে থাকলে তো আমাদের দেশটিও একদিন পাকিস্তান বা আফগান্সতানের মত গৃহ যুদ্ধের দেশে পরিণত হয়ে যাবে। সরকারের কাছে অনুরধ থাকবে দয়া করে আমাদের কথা একটু ভাবুন। আর নিজেদের মাঝে বিরোধ বাধিয়ে সময় নষ্ট করবেন না । ভুলে যাবেন না এই দেশটা শুধু মাত্র আপনাদের দুই দলের নয়,এখানে ১৭ কোটি মানুষ বাস করে যাদের নির্বাচিত প্রতিনিধি দের নিয়ে আপনাদের দল সরকার গঠন করে থাকেন তাই তাদের কথাও একটু ভাবুন। তাতে আপনাদের ভবিষ্যৎও সুখকর হতে পারে।
যত দিন যাচ্ছে ততই আমাদের দেশের সার্বিক পরিস্থিতির যে অবনমন ঘটছে তাতে সত্যি আমরা নতুন দিনের পূর্বাভাস সম্পর্কে সন্দিহান হয়ে পড়ছি আর কানের কাছে শুনতে পাচ্ছি গুনি জনদের বলা একটি বানী " যায় দিন ভাল,আশে দিন খারাপ" ।
আমি সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করি যেন এমন সমস্যার মধ্য থেকে আমাদের দ্রুত উদ্ধার করেন । আমার লেখায় যদি কোন ভুল থাকে তাহলে আশা করি শুধরে দেবেন কেননা ...
" বিশ্ব জোড়া পাঠশালা মোর সবার আমি ছাত্র " ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।