সময়ের আবর্তে বদলে যায় পৃথিবী, বদলে যায় মানুষের মন, আমি আমার মতো চাই পৃথিবীকে। যখন সব ঝাউপাতারা ঘুমিয়ে গেল জ্যোৎস্নার ধবল পরশে জোনাকিরা লুকিয়েছিল অমাবস্যার কোলে মেঘগুলো ডানা মেলে উত্তর থেকে দক্ষিন গোলার্ধ মাছেরা ঘোলা জলে সঙ্গী খুঁজে হয়রান, তখন আমাদের এই গ্রহে তোমার - আমার অদ্ভুত যোগাযোগ আকস্মিক স্ফুলিঙ্গ আমাদের ইলেকট্রনের মতো ছুটোছুটি তারপর জ্যোৎস্না বিলীন আমরা ও মিশে গেলাম অস্তিত্ব হারিয়ে সামাজিক নিয়ম আমাদের ভালবাসা চলে যায় হিমাংকের নীচে চরম শূন্য তাপমাত্রা আর অসীম শূন্যতা।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।