সত্য কাঁদে নিভৃতে, সাথে তার থাকে শুধু মহাকাল। সত্যের দ্বীপশিখা চিরদিন জ্বলে । সত্য কখনো মিথ্যাকে করে নাকো ক্ষমা। ধর্ষণে বাধা দেয়াতেই খুন করা হয়েছে দক্ষিণখানস্থ আমতলা এলাকার ব্র্যাক ক্লিনিকের ডা. সাদিয়া আফরিন ইভা (২৭)-কে । ইভাকে খুন করার কথা স্বীকার করেছে ক্লিনিকের কেয়ারটেকার ঘাতক ফয়সাল ।
বাবা মা কত স্বপ্ন নিয়ে একটা সন্তান কে মানুষ করেন। ইভার বাবা-মা ও ইভাকে মানুষ করেছেন। তাদের স্বপ্ন পুরন করেছেন মেয়েকে ডাক্তার করে। ১৫ দিন আগে ইভা ওই ক্লিনিকে যোগ দিয়েছেন। কাজ করেছেন ৯ দিন।
ইভা কি কখনো ভেবেছিল এভাবে তার মৃত্যু হবে? তার বাবা মাতো ভেবেছিল তার মেয়ে ডাক্তার হয়েছে মানব সেবা করবে। কিন্তু এমন ভাবে মেয়েকে হারাতে হবে এটা কখনো তারা কল্পনাও করেনি। এই সমাজে মেয়েদের কি কোঁথাও নিরাপত্তা নেই? মেয়েরা কি কোথাও নিরাপদভাবে কাজ করতে পারবেনা? ইভার চেয়ে ছোট একটা ছেলে । ছিঃ! কিভাবে পারল এভাবে হত্যা করতে? এর হয়ত শাস্তি হবে আর ইভার বাবা মা কে সারাটি জীবন মেয়ে হারানোর বেদনা বয়ে বেরাতে হবে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।