আমাদের কথা খুঁজে নিন

   

আশরাফুল ও বিসিবি

শুভেচ্ছা নিচের লেখাটি আমি কমেন্ট হিসেবে একটি লেখায় দেই। কিন্তু আলাদা পোস্ট হিসেবে তা রাখতে চাইলাম। ======================================== আশরাফুল সত্যই অনুতপ্ত। তা মানুষের হৃদয় স্পর্শ করেছে। আশরাফুল বাংলাদেশের একটি চিরায়ত ঐতিহ্য ভংগ করেছেন।

বাংলাদেশে কেউ কখনও অনুতপ্ত হয়ে ক্ষমা চায় না। রাজাকাররা আজতক তাদের কর্মকান্ডের জন্য জাতির সামনে অনুতপ্ত হয় নি। তিনি ব্যতিক্রম। সাধারন মানুষের কাছে তিনি আগেও যেমন হিরো ছিলেন, এখনও তিনি হিরো থাকবেন। নানা কারনে তার সর্বনিম্ন শাস্তি হওয়া উচিত।

প্রথমত: তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তি দিয়েছেন। তিনি নিজে থেকে না বললে কেউ কিছু জানতেও পারত না। দ্বিতীয়ত: বিপিএল মূলত ঘরোয়া ক্রিকেট। তৃতীয়ত: মালিকপক্ষ বকেয়া পাওনা রেখে তাকে অনেকটা বাধ্য করেছে। চতুর্থত: বাংলাদেশ ক্রিকেটে তার অবদান অনেক বেশী।

একটি সময় যখন বাংলাদেশ ক্রিকেট তলানীতে ঠেকেছিল তখন তিনিই ছিলেন একমাত্র ভরসা। ঐ সময়ের একটি জয়, এখনকার দশটির চেয়ে অনেক গুরুত্ববহ। বিসিবি সব কিছু (এমনকি পাবলিক সেন্টিমেন্ট) বিচার করে শাস্তির মাত্রা ঠিক করবে - এটাই কাম্য। অবশ্যই শাস্তির মাত্রা আইসিসির কাছে গ্রহনযোগ্য হতে হবে। বাংলাদেশের ক্রিকেটে কোন প্রকার কালিমা লাগানো বিসিবির ঠিক হবে না।

ভবিষ্যতে যাতে কেউ ওপথে পা না বাড়ায় সেটা নিশ্চিত করা বিসিবির দায়িত্ব। ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।