আমাদের কথা খুঁজে নিন

   

এইডস নিরাময়ের দ্বারপ্রান্তে বিজ্ঞানীরা

A National Weekly Newspaper মরণব্যাধি এইচআইভি বা এইডসের যুগান্তকারী প্রতিকার উদ্ভাবন করার দ্বারপ্রান্তে রয়েছেন বিজ্ঞানীরা। তাদের দাবি, কয়েক মাসের মধ্যে এইডস প্রতিরোধী চিকিৎসা ব্যবস্থার সূচনা ঘটাতে সক্ষম হবেন তারা। ড্যানিশ বিজ্ঞানীদের আশা, খুব শিগগিরই তারা এইচআইভি’র একটি সম্ভাব্য ‘গণ-সরবরাহযোগ্য এবং সবার সামর্থের মধ্যেই প্রতিকার’ আবিষ্কার করতে যাচ্ছেন। তারা একটি পরীক্ষামূলক বিষদ পদক্ষেপ নিতে চাচ্ছেন যেখানে মানুষের ডিএনএ থেকে এইচআইভি ভাইরাস আলাদা করা হবে এবং দেহের প্রতিরোধক পদ্ধতির মাধ্যমে তা বিনষ্ট করা যাবে। ধারনা করা হচ্ছে, তাদের নেয়া এই নাটকীয় পদক্ষেপ এইডসের ভাইরাস বিনষ্ট করার প্রচেষ্টাকে তুলে ধরবে। কার্যকারিতা প্রমাণের জন্যে মানব দেহে পরীক্ষামূলখভাবে প্রয়োগও শুরু করেছেন চিকিৎসকরা। গবেষণাগারে এর কার্যকারিতার প্রমাণও পাওয়া গেছে। উল্লেখ্য, এই পদ্ধতিতে ডিএনএ কোষে তৈরি হওয়া রিজার্ভার থেকে এইচআইভি ভাইরাস নিয়ে কোষের ওপর তা রাখা হবে।আর প্রতিষেধক দ্বারা দেহের স্বাভাবিক প্রতিরোধক পদ্ধতিকে উজ্জীবিত করে ভাইরাস বিনষ্ট হবে।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.