আমাদের কথা খুঁজে নিন

   

একটু সুখবর নিয়ে ঘুমাতে যাচ্ছি । জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের মর্যাদা পেল ফিলিস্তিন

মানব সেবা, আর ভবিষ্যৎ মুখী জীবন গড়তে চাই। উগ্রপন্থী, গালাগাল করা মুখ দেখতে চাইনা। আবেগ আপনার মত আমার আছে, তাই আমার মত আপনিও নিয়ন্ত্রন করুন, না পারলে আমাকে ত্যাগ করুন। আমি নমনীয়, আপোষকামী, ঝামেলা মুক্ত সৃজনশীল মুসলমান হয়ে মরতে চাই। একটু সুখবর নিয়ে ঘুমাতে যাচ্ছি।

এত বড় একটা সুখবর বিবিসি, ডয়চেভেল, ভি ও এ এখনো আপডেট করে নি। রেডিও তেহরান কে ধন্যবাদ। আজকের ভোট নিয়ে চিন্তিত ছিলাম। ফলাফল দেখে ভাল লাগছে । আলহামদুলিল্লাহ্‌ ।

নিজে লেখা কঠিন কাজ, কপি পেসট মেরে দিলাম >> ৩০ নভেম্বর (রেডিও তেহরান) : সব জল্পনার অবসান ঘটিয়ে অবশেষে জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পেয়েছে ফিলিস্তিন। বৃহস্পতিবার গ্রিনিচমান সময় রাত ১০টায় (বাংলাদেশ সময় শনিবার ভোর ৪টায়) জাতিসংঘ সাধারণ পরিষদে অনুষ্ঠিত ভোটাভুটিতে বিপুল ভোটে এ মর্যাদা লাভ করে ফিলিস্তিন। এ সংক্রান্ত প্রস্তাবের পক্ষে ১৩৮টি এবং বিপক্ষে মাত্র ৯টি ভোট পড়ে। এ ছাড়া, ৪১টি দেশ ভোটদানে বিরত থাকে। যে ৯টি দেশ প্রস্তাবের বিপক্ষে ভোট দিয়েছে সেসবের মধ্যে রয়েছে সাম্রাজ্যবাদী রাষ্ট্র আমেরিকা এবং ইহুদিবাদী অবৈধ রাষ্ট্র ইসরাইল।

এ ছাড়া সাবেক উপনিবেশবাদী দেশ ব্রিটেন ভোটদানে বিরত ছিল। জাতিসংঘ সাধারণ পরিষদে প্রস্তাবটি পাস হওয়ার ফলে ফিলিস্তিন ভ্যাটিকানের সমান মর্যাদা পেল বলে মার্কিন নিউজ চ্যানেল সিএনএন জানিয়েছে। এর আগে ফিলিস্তিনের জন্য জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের আবেদন জানান স্বশাসন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া এক ভাষণে তিনি এ আবেদন জানান। মাহমুদ আব্বাসের ভাষণ টেলিভিশনের মাধ্যমে বিশ্বব্যাপী সরাসরি সম্প্রচারিত হয় এবং পশ্চিম তীরের রামাল্লায় হাজার হাজার ফিলিস্তিনি পতাকা উড়িয়ে এবং উল্লাসধ্বনি দিয়ে তাদের আনন্দ প্রকাশ করেন।

গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের এ আবেদনের প্রতি সমর্থন জানিয়েছে। ব্রিটেন ছাড়া ইউরোপের অবশিষ্ট দেশগুলোর বেশিরভাগই ফিলিস্তিনের জন্য পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা লাভের প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। মাহমুদ আব্বাস প্রস্তাবটি পাস হওয়ার আগে এ সংক্রান্ত ভাষণে সাধারণ পরিষদে উপস্থিত ১৯৩টি দেশের প্রতিনিধিদের উদ্দেশে বলেন, "আপনারা ফিলিস্তিন রাষ্ট্রকে 'জন্মসনদ' প্রদান করুন। " তিনি আরো বলেন, যেসব দেশ ফিলিস্তিনকে জাতিসংঘের পর্যবেক্ষক সদস্যের মর্যাদা দেয়ার পক্ষে ভোট দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা প্রকৃতপক্ষে স্বাধীনতা ও ন্যায়বিচারের পক্ষে অবস্থান নিয়েছেন। গাজা উপত্যকার নিরীহ ফিলিস্তিনিদের উপর সাম্প্রতিক ইসরাইলি আগ্রাসনের কথা উল্লেখ করে মাহমুদ আব্বাস বলেন, গাজায় হাজার হাজার বার আগ্রাসন ও শত শত টন বোমাবর্ষণের ফলে যে ফিলিস্তিনি ভূখণ্ডের উপর ইসরাইলি দখলারিত্বের বিষয়টি প্রমাণিত হয়েছে তা এখন আর আন্তর্জাতিক সমাজের কাছে অস্পষ্ট নয়।

অবিলম্বে এ দখলদারিত্বের অবসান ঘটাতে হবে। ফিলিস্তিনিরা জেরুজালেমকে (বাইতুল মোকাদ্দাস) রাজধানী করে একটি স্বাধীন দেশের চেয়ে কম কোনো কিছুতেই সন্তুষ্ট হবে না বলে তিনি উল্লেখ করেন। মাহমুদ আবাস বলেন, ফিলিস্তিনিদের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছে। ফিলিস্তিন স্বশাসন কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, একমাত্র ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার মাধ্যমে ফিলিস্তিন সঙ্কটের 'দুই রাষ্ট্রভিত্তিক' সমাধান সম্ভব। এ ভোটাভুটিকে তিনি 'শেষ সুযোগ' বলে বর্ণনা করেন।

মাহমুদ আব্বাসের ভাষণ শেষ হলে উপস্থিত বিশ্ব প্রতিনিধিরা উঠে দাঁড়িয়ে বিপুল করতালির মাধ্যমে তার প্রতি সমর্থন জানান। মাহমুদ আব্বাসের ভাষণের পর জাতিসংঘে নিযুক্ত ইসরাইলি রাষ্ট্রদূত রন প্রোসর ভাষণ দেন। তিনি দাবি করেন, জাতিসংঘে ভোটাভুটির মাধ্যমে নয়, বরং ইসরাইল ও ফিলিস্তিনের মধ্যে দ্বিপক্ষীয় আলোচনার মাধ্যমে রাষ্ট্র হিসেবে ফিলিস্তিন স্বীকৃতি পেতে পারে। তিনি বলেন, ১৯৯৩ সালে স্বাক্ষরিত অসলো চুক্তিতে এ কথাই বলা হয়েছে। কিন্তু ১৯৯৩ সালের অসলো চুক্তির পর গত প্রায় ২০ বছরে 'দ্বিপক্ষীয় আলোচনা'র মাধ্যমে ফিলিস্তিনিরা ইসরাইলিদের হাতে গণহত্যার শিকার হওয়া ছাড়া আর কি পেয়েছে সে সম্পর্কে প্রোসর কোনো মন্তব্য করেননি।

এ ছাড়া, ভোটাভুটির মাধ্যমে ফিলিস্তিন জাতিসংঘের পর্যবেক্ষক রাষ্ট্রের মর্যাদা পাওয়ার পর জাতিসংঘে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সুসান রাইস এক বক্তব্যে এ ঘটনাকে 'অগঠনমূলক' বলে বর্ণনা করেছেন। # সূত্র : রেডিও তেহরান/এমআই/৩০ ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ১২ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.