এবার আগুন লেগেছে ঢাকার দক্ষিণখানের মোল্লার টেকের দুই তৈরি পোশাক কারখানায়। সকাল সাড়ে দশটার দিকে ১০২ মোল্লারটেকের ১২তলা ভবনটিতে আগুন লাগে। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। অল্প সময়ের মধ্যেই ১২টি ইউনিট সেখানে পৌছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। কারখানা সূত্র জানিয়েছে, ভবনের দ্বিতীয় তলায় আগুনের সূত্রপাত হয়ে দ্রুত তৃতীয় ও চতুর্থ তলায় ছড়িয়ে পড়ে। ওই ভবনে ম্যাককয় ফ্যাসন লিমিটেড ও স্যার ডেনিম লিমিটেড নামে দু’টি তৈরি পোশাক কারখানা রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। দমকল ছাড়াও র্যাব, পুলিশ ও এপিবিএন সদস্যরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। উল্লেখ্য, আশুলিয়ার নিশ্চিন্তপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডের মাত্র এক দিন পরই ফের পোশাক কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো। Click This Link
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।