বিগত কয়েক বছরে বাংলাদেশে যে জিনিসটির ব্যাপক উন্নতি সাধিত হয়েছে তা হল আমাদের ইলেকট্রনিক মিডিয়া। আর মিডিয়া যেভাবে নানারকম রঙচঙে খবর প্রকাশ করা হয়, তাতে মনে হয় বিনোদনের জন্য আজকাল আর নাটক- সিনেমার দরকার হয়না। একই খবর কয়েকটা চ্যানেলে দেখলেই প্রচারের ভিন্নতার কারনেই আনন্দ লাভ সম্ভব। আর এই সংবাদ পরিবেশনে নতুন যে জিনিসটি নজরে পড়ে তা হচ্ছে ‘ব্রেকিং নিউজ’। এই কথাটুকু ব্যবহার করেই হয়তো সংবাদের গুরুত্ব দর্শককে বোঝানো যেত।
কিন্তু তাতে বোধ করি চ্যানেলের স্বকীয়তা নষ্ট হয়ে যায়। ‘এইমাত্র পাওয়া’, ‘সদ্য সংবাদ’, ‘সর্বশেষ’, ‘এই মুহূর্তের খবর’ প্রভৃতি নামে প্রচার করে থাকে। এবং বলাই বাহুল্য, সংবাদ প্রচারেও তাদের যথেষ্ট স্বকীয়তা থাকে। আজ সকালের কথাই ধরা যাক, এত বড় একটা অগ্নিকাণ্ডের পরে মৃত ব্যক্তির সংখ্যা প্রচার নিয়েও একেক চ্যানেল একেকরকম কথা লিখছিল। কেউ যখন বলছিল, সংখ্যাটি ১০৪, সেখানে কোন কোন চ্যানেল সংখ্যাটি ১৪০ বলেও প্রচার করেছে।
আর ‘এক্সক্লুসিভ নিউজ’ এর কথা তো বাদই দিলাম। কোন একটা ছোট ঘটনা বা খবর সর্বপ্রথম সংগ্রহ করতে পারলে মনে হয় যেন সেই চ্যানেল বিবিসি বা সিএনএন মর্যাদা পেয়ে গিয়েছে। সংবাদ প্রচারে প্রতিযোগিতা থাকা ভাল, কিন্তু প্রতিযোগিতায় থাকতে গিয়ে যদি বিকৃত সংবাদ পরিবেশিত হয়ে যায়, তাহলে আদৌ প্রতিযোগিতায় জয়ী হওয়া যায়না। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।