এসো ভাই , তোলো হাই , শুয়ে পড়ো চিত, অনিশ্চিত এ সংসারে এ কথা নিশ্চিত - জগতে সকলই মিথ্যা , সব মায়াময়, স্বপ্ন শুধু সত্য আর সত্য কিছু নয়। একজন আশরাফুল কয়েক লাথ টাকার লোভে পড়ে অথবা বাধ্য হয়ে নির্দ্দিষ্ট কয়েকটি ম্যাচে ইচ্ছে করে খারাপ খেললে আমরা তাকে ম্যাচ ফিক্সিং কিংবা স্পট ফিক্সিং বলি। তার জন্য লজ্জায় আমাদের মাথা হেঁট হয়ে যায়। তার কঠিন শাস্তি দাবি করি। আর শুধু মাত্র এক প্যাকেট সিগারেট আর এক কাপ চা এর লোভে আমরা রাতারাতি সৎপ্রার্থী বাদ দিয়ে চাঁদাবাজ, সন্ত্রাসী, চোর, ডাকাত, ঋণখেলাপীদের মত দালাল অসৎ লোকদেরকে পাঁচবছরের জন্য ভোট দিয়ে নির্বাচিত করতে আমাদের লজ্জায় মাথা হেঁট হয়না। নির্বাচনের পর বাঁকী পাঁচবছরই ওই অসৎ লোকদের ক্ষমতার আগুনে আমরা জ্বলে পুড়ে মরি অথচ মেয়াদ শেষে আবারো ওই কয়েকটি টাকা মূল্যের চা-সিগারেটের বিনিময়ে ভোট ফিক্সিং করি। স্পট ফিক্সার হিশেবে শুধু আশরাফুল নয়, ইলেকশান ফিক্সার হিশেবে আমাদের সকলেরই আজীবন কঠিন শাস্তি হওয়া উচিৎ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।