[img|https://s3.amazonaws.com/somewherein/assets/images/thumbs/jumma11_1368439448_1-hhhk.jpg
নায়ক দাবি করছে নায়িকা তার স্ত্রী, নায়িকার স্মৃতিশক্তি কোন কারনে হারিয়ে গেছে সে প্রমান চাচ্ছে , পুলিশও প্রমান চায় । একজন চমৎকার সমাধান দিলো নায়কে এমন কিছু বলতে হবে যা শুধু স্বামী স্ত্রী বা একান্ত ঘনিষ্ট জন জানে। নায়ক সেটে লুফে নিল । সে বলল নায়িকার ঔখানে একটা বিউটি স্পট আছে। ব্যাস প্রমাণিত হয়ে গেল নায়িকা তার স্ত্রী।
আসলে বিউটি স্পটের ভালো বাংলা অর্থ জন্মদাগ হতে পারে, আমদের জন্মের সময় একটা স্পট পরে শরীরের কোথাও সেটাই আমাদের চিহ্ন হয়ে যায়। আমরা তো আর রাজা বাদশা নয়, রাজা বাদশাদের জন্মের সময় তাদের পিঠে শাহী সীল দেওয়া হয় । আমাদের টা আমাদের সৃষ্টিকর্তায় দিয়ে দেন। আমাদের প্রিয় নবী মোহাম্মদ (সাঃ) ও নবুওয়াতের সীল নিয়ে জন্মগ্রহন করেছিলেন। আমাদের সকলেরই কোন না কোন জন্মদাগ আছে।
আমরা এটা নিয়ে অনেক মজাও করি। কারো কারো জন্মদাগ আসলেও বাড়তি সুন্দর্য এনে দেয়। অনেক সময় এই জন্মদাগ দেখেই আমরা আমাদের প্রিয়জনকে সনাক্ত করে থাকি যেটা অধিকাংশ সময় দুঃখজনক। শিশুরা হারিয়ে গেলে এই জন্মদাগই অনেক মূল্যবান হয়ে দাড়ায়। অনেকের জন্মদাগ না থাকলে বিকল্প দাগ ব্যবহার করে এটা তৈরি হয় কাটাকাটি থেকে।
এই একটামাত্র দাগই আছে যেটা নিয়ে আমারা আনন্দ করতে পারি। জন্মদাগ হোক আনন্দের সেটা যেন বেদনার না হয়ে যায় সেটাই আমাদের পার্থনা। যেন আমাদের সেটা দিয়ে কারোও লাশ খুজতে না হয় না হয় কোন হারিয়ে যাওয়া মানুষকে খুজতে । ও একটা প্রশ্ন করতে ভুলে গেছি আপনার জন্মদাগটা নিয়ে আপনি গর্ব করে থাকেন। থাকলে সেটা বলতে পারেন।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।