আমাদের কথা খুঁজে নিন

   

ব্লাইন্ড স্পট

মাটির মানুষ নীল আকাশের বুকে, কসাঁই দ্রোপদীর সতীপর্দা কাঁটে, পাতে সারা আকাশ জুড়ে সামিয়ানা! কোথাও কোনো রোদের দেখা নেই, রোদ খায় মেনিনজেশের তলায় লুকিয়ে থাকা এক ঢেবা পোকা! উস্কো- খুস্কো মাথা চুলকে চুলকে চোখদূটির পীতবিন্দু মডার্ন কবি ধারে দিয়েছে মাকড়সার ফাঁদে সেই আদিকাল থেকে,চক্রবৃদ্ধিতে সকালে বিলিয়নডলার, চায়ের কাপে আর লাল কার্পেটে বেশ কুড়মুড়ে খাস্তা শকুন্তলার লোনা জল! ওহ!ম্যান! কুমির কেঁদে ছিলো, ভোঁমরার কি হাসি ফুল বাগানে, মদের গেলাসে চুমুক!এক নম্বর মাল!এক পেক নিলেই মাল ঝক্কাস! সারা রাত বেহুলা উন্মাদ উল্লাস! ওহ ম্যান! একেই বলে সুপার ম্যানের ফিকশন! মায়ের গর্ভাশয়ে বেজন্মা ফিটাস ধরে লাথি পর লাথি কষে,চারিদিকে অন্ধকারাচ্ছন্ন মা চিৎকার করে,বাঁচাও!বাঁচাও!কান্নার গোঙানি ধ্বনি প্রাচীনকাল থেকেই সতীপর্দায় ফিরে আসে! সাইবেরিয়ান শীতে মডার্ন কবি এখন ব্লাইন্ড স্পটে দাঁড়িয়ে নিজের জিভ নিজে চাটে! ওহ!ম্যান!বিলিয়নডলার!আনন্দ উল্লাসে! @ Home, Date-02/01/13 Time- 11:30 am

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।