ঢাকা মেডিকেল কলেজ হাস্পাতাল থেকে আলাদারুপে যখন ডেন্টাল কলেজে রুপান্তরিত হল তখন থেকেই এর প[রতি মানুষের প্রত্যাশা অনেক বেরে যায়। এখন দেশের বিভিন্ন প্রান্ত থেকে সেবা নিতে ছুটে আসে এই প্রতিষ্ঠানে । কিন্তু গতকাল গিয়ে জা দেখা গেলো রোগীর ভীর অনেকটাই সাভাবিক। কিন্তু যখন একজন রোগীকে শুধু স্ক্যালিং করাতে ২ মাস পরের তারিখ দেয়া হল তখনি সে হই চই সুরু করল ।। তার কাসে জানতে চাইলে তিনি বলেন এতদুর থেকে এসে ২ মাস পরের তারিখ নিয়া ফিরে যাবে কেন?? পরমুহুর্তে গিয়ে দেখি ৯ টা স্ক্যালিং মেশিন এর মধ্যে মাত্র একটি কাজ করতেছে বাকিগুলু বিকল।। করতপক্ষের সাথে যোগাযোগ করলে তারা জানান প্রতিষ্ঠানে লোকবল এবং মেশিন সরবরাহ করলেঈ জনগনের ভগান্তি কিসুটা কমবে ... আমার প্রশ্ন হল যেখানে বাংলাদেশের জাতীয় একটি প্রতিষ্ঠানেই সেবার ডিজিটাল পদ্ধতির সঠিক ব্যাবহার সম্ভব করা সম্ভব হচ্ছেনা এটা দেখার মত কেঊ কি আছেন ???
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।