আমাদের কথা খুঁজে নিন

   

ডেন্টাল ক্যাম্প কিশোরগঞ্জ (১৯-১০-২০১২) (ছবি পোষ্ট) (আমি যেতে পারি নাই অসুস্থতার কারনে )

আমার "কত অজানা রে" সিরিজের সব গুলো পোষ্ট সংগ্রহে থাকা বই, গুগোল মামা ও বিভিন্ন সাইট থেকে অনুবাদ করা, তবে কোন ভাবেই কপি-পেষ্ট নয়। জানার জন্য পড়ন, ভুল হলে সঠিকটি বলার দায়িত্ব আপনাদের। আনন্দের সাথে পড়ুন। আমার ব্লগ কেচাল মুক্ত। ক্যাম্প মিস করলাম ।

যাক দু্ঃখ করে লাভ নাই, রোগ-বালাই এর উপর তো কারো হাত থাকে না তাই না ? তো কি আর করা আসেন সবাই মিলে ক্যাম্পের ছবি দেখি । ক্যাম্প হয়েছে ১৯-১০-২০১২ ক্যাম্প কিশোরগঞ্জ: (ডা: সামিয়া কবিরের বাড়িতে) ক্যাম্পের ব্যানার । চাচা মিয়া , ডাক্তার দেইখাই কি রোগ ভাল হয়ে গেল নাকি ?? চাচা হা করেন ... কিছুই হয় নাই । দাঁত ভাল আছে । পান কম খাবেন ।

ডাক্তার , দাঁতের অবস্থা ভাল না। ব্যাথা করে । ডা: ছোটন , জন সেবায় নিবেদিত । লান্চ টাইম । বিশ্রাম ।

ডাক্তাররা ... খাওয়ার পর ক্লান্তি তাড়াতে এক কাপ চা । ডা: সাফকাত & ডা: মাহমুদ খাওয়ার পর আবার কাজ । বিকাল পর্যন্ত । কাজ শেষ । এখন ঘুড়াফেরা ।

ফটোসেশন মিটিং । সারা দিন কে কি করেছো বল । ভুল হইলে নগদে ঝাড়ি । বিদায় বেলা । সবাই ক্লান্ত ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.