আমি জানি আপনি ভালো । কিন্তু আমি আপনার মত ভালো না ! কেন জানি মনে হয় আমি কারো যোগ্য না - তোমাকে ভালবেসে কষ্টের পৃথিবীটা কে চিনেছি , ভালোবাসার মানুষ বদলের একজন কে চিনেছি , বোঝেছি স্বপ্নগুলো ভাঙ্গার কষ্ট কি ,, অনুভব করেছি হৃদয়ের বেদনাগুলো কে ,, অনেক স্বপ্ন ছিল তোমাকে নিয়ে যা আজ আমার কষ্ট ,, আমি বোঝতে পারিনী তোমাকে ,, সত্যিই আমি বোঝাতে পারিনী তোমাকে কতটা ভালোবেসে ছিলাম ,, তবে আমিও স্বার্থপরের মত একদিন সব ভুলে যাব ,, হয়তো ভাবছ তোমাকে স্বার্থপর বলছি ,, না তুমি তো স্বার্থপর নও , তুমি তো শুধু সময়ের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পার ,, ছেড়ে দিতে পার যে হাতটি এতদিন ধরে রেখেছিলে ,, মাঝে মাঝে নিজেকেই প্রশ্ন করি এত ভালোবাসার পরও তুমি চলে গেলে তাহলে কি তুমি আমার যোগ্য নও ,, না আমি তোমার যোগ্য ছিলাম না। ,,,,, ইমরান নীল
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।