পেট ফুলে উঠেছে। চিকিৎসা নিতে তিনি গেলেন হাসপাতালে। পরীক্ষা-নিরীক্ষা হলো। তারপর চিকিৎসকেরা ৬৬ বছর বয়সী ওই বৃদ্ধকে দিলেন পিলে চমকানো খবর। তিনি আসলে পুরুষই নন, নারী।
হংকংয়ে সম্প্রতি এ ঘটনা ঘটে বলে টাইমস অব ইন্ডিয়া অনলাইনের খবরে এ কথা জানানো হয়।
কং ওয়া হাসপাতাল ও কুইন এলিজাবেথ হামপাতালের চিকিৎসকেরা ওই বৃদ্ধের চিকিৎসা করেন বলে খবরে জানানো হয়। তাঁর নাম প্রকাশ করা হয়নি। চিকিৎসকেরা তাঁকে জানান, ডিম্বাশয়ে ‘সিস্ট’ হওয়ার কারণে তাঁর পেট ফুলে উঠেছে। আর এমন ঘটনা কেবল নারীর ক্ষেত্রেই সম্ভব।
চাইনিজ বিশ্ববিদ্যালয়ের শিশুরোগ বিশেষজ্ঞ এলিস হন কাম-লুন বলেন, ‘সংজ্ঞা অনুযায়ী রোগী একজন নারী। তবে অন্তঃসত্ত্বা হওয়ার ক্ষমতা নেই তাঁর। শারীরিক বৈশিষ্ট্যের দিক দিয়ে অবশ্য তাঁর মধ্যে এমন কিছু রয়েছে, যা দেখে তাঁকে পুরুষ মনে হয়। ’
কাম-লুন বলেন, ‘এটি খুব মজার ও বিরল ঘটনা। ’ অদূর ভবিষ্যতে এমন ধরনের ঘটনা আর দেখা যাবে না বলেও তিনি মনে করেন।
হংকংভিত্তিক সাউথ চায়না মর্নিং পোস্টের তথ্যের বরাত দিয়ে খবরে উল্লেখ করা হয়, ভিয়েতনাম বংশোদ্ভূত এই চীনা নাগরিক নিজেকে পুরুষ হিসেবে দেখতে চান বলে সিদ্ধান্ত নিয়েছেন। চিকিৎসার অংশ হিসেবে তিনি পুরুষদের হরমোন গ্রহণ করতে পারেন।
চিকিৎসাশাস্ত্রে নারী-পুরুষ উভয়ের বৈশিষ্ট্য থাকা মানুষের উদাহরণ রয়েছে ছয়টি। অন্যান্য ঘটনার ক্ষেত্রে বিষয়টি আগে থেকে শনাক্ত করা গেলেও চীনের এই ব্যক্তি জেনেছেন জীবনের শেষ বেলায় এসে। ।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।