St. Patrick
St. Patrick,সারা দুনিয়ার মানুষের খুবই পরিচিত একটি নাম। শুধু আইরিশ মিথলজিতেই নয় বরং পুরা আইরিশ সমাজের সাথে মিশে আছে তার নাম।
St. Patrick জন্মগত ভাবে আইরিশ নয়,তার জন্ম ইংল্যান্ডের এক ধনী সম্ভ্রান্ত পরিবারে। ছোটবেলায় তিনি কিডন্যাপ হন এবং দাস হিসেবে তাকে আয়ারল্যান্ডে বিক্রি করে দেয় কিডন্যাপাররা। দাসত্বের সেই দিনগুলার ভিতরেই সে খ্রিস্টান ধর্মে দীক্ষা নেন।
এক সময় মুক্ত হন তিনি। মুক্ত হওয়ার পরে বেড়িয়ে পড়েন খ্রিষ্টান ধর্ম প্রচারে। পুরা আয়ারল্যান্ড জুড়ে প্রচার করতে থাকতে মহান যীশুর বাণী। এক সময় মারা যান তিনি। সবাই ভুলে যান তার কথা,তার মারা যাবার বহু বছর পরে আরও কিছু খ্রিষ্টান ধর্ম প্রচারকরা ধর্ম প্রচারণার সময় সামনে নিয়ে আসেন St. Patrick এর কথা।
প্রচার হতে থাকে তার অনেক কাহিনী। যার মধ্যে রয়েছে,আয়ারল্যান্ডে সাপ না থাকার ঘটনা। কথিত আছে একদিন St. Patrick উপসনা করছিলেন,এমন সময় একটা সাপ তার উপসনার ব্যাঘাত ঘটায়। তখন তিনি সমস্ত সাপদের আয়ারল্যান্ড ত্যাগ করার আদেশ দেন,সেই থেকে আজ পর্যন্ত আয়ারল্যান্ড সাপ মুক্ত। তাছাড়া সবুজ shamrock এর তিন পাতার অংশ তিনজন আইরিশ মহাপুরুষ Brigid, Ériu এবং the Morrigan কে রিপ্রেজেন্ট করে সেটাও St. Patrick
বলেছিলেন।
তারপর আছে বিখ্যাত Saint Patrick's Bell যা তার মারা যাবার ৬০ বছর পর তার তৈরি গির্জা থেকে উদ্ধার করা হয় যা আয়ারল্যান্ড জাতীয় যাদুঘরে রাখা আছে। এসব বিষয়গুলা সাধারণ মানুষের মাঝে ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ তাকে স্মরণ করতে থাকেন একজন ধর্ম প্রচারক হিসেবে। আর তাই শুধু আয়ারল্যান্ডেই নয় দুনিয়ার আরও অনেক দেশে পালন করা হয় Saint Patrick's Day,তার মৃত্যু দিন স্মরণে।
Finn MacCool
Finn MacCool হল আইরিশ মিথলজির অন্যতম বীর। তাকে নিয়ে অনেক কাহিনী লেখা হয়েছে যার মধ্যে অন্যতম হল তার ও স্যালমন মাছের মধ্যে ঘটে যাওয়া ঘটনা।
একদিন Finn MacCool জানতে পারল সমুদ্রে একটা স্যালমন মাছ আছে যে জগতের সকল জ্ঞান সম্পর্কে জ্ঞাত। Finn MacCool ধরে নিয়ে আসে স্যালমন মাছটাকে কিন্তু বিপত্তি বাঁধে মাছটাকে রান্নার সময়। Finn MacCool তার ডান হাতের বুড়ো আঙ্গুল পুড়িয়ে ফেলে। ব্যাথা কমাতে সে যখন আঙ্গুলটা মুখের ভিতর দিয়ে রাখে। সাথে সাথে সে স্যালমন মাছের জ্ঞান নিজের মাঝে অনুভব করতে থাকে।
কথিত আছে কোন বিষয়ে Finn MacCool আটকিয়ে গেলে তার সেই বুড়ো আঙ্গুল মুখের ভিতর দিলেই সেই বিষয়ের সমাধান পেয়ে যেত।
Faeries
Faeries কাহিনী অধিকাংশ মিথলজিতেই পাওয়া যায়,তবে আইরিশ মিথলজিতে এর অবস্থান ব্যাপক। আইরিশ মিথলজির পরীরা সকল প্রাণীর আকার ধারণ করতে পারত তবে অধিকাংশ সময় তারা সুন্দর মানবীর রূপ ধারণ করত। মজার বা অবাক বিষয় হল অন্যান্য মিথলজির পরীরা অধিকাংশ ভাল কাজের সাথে জড়িয়ে থাকলেও আইরিশ মিথলজির পরীরা অধিকাংশই মানুষের অমঙ্গল বয়ে নিয়ে আসত।
Grogochs
The grogoch হল বড় লোমে আবৃত অর্ধেক মানুষ আর অর্ধেক আজব প্রাণী।
অধিকাংশ Grogochs পাথরের গুহায় বাস করত, তাদের বাসস্থানকে বলা হয় 'grogochs' houses',অদৃশ্য হয়ে থাকার ক্ষমতা থাকলেও তারা কোন মানুষকে পছন্দ করলে তার সামনে নিজ রূপে হাজির হত। পছন্দের মানুষের কৃষিকাজ বা ঘরের কাজে সাহায্য করত। বিনিময়ে তারা নিত মাখন। মানুষের উপকার করার জন্য মানুষও তাদের স্বজনদের মত দেখত।
The Leprechauns
Leprechaun হল লাল বা সবুজ কোট পড়ে থাকা ক্ষুদ্রাকৃতির বুড়ো মানুষ।
যারা তাদের অধিকাংশ সময় জুতা তৈরির কাজ করত এবং সাথে সাথে প্রাচীন গুপ্তধন পাহারা দিত। গুপ্তধন পাহারার কাজে সংশ্লিষ্ট থাকায় মানুষদের এড়িয়ে চলত তারা। Leprechaun সবসময় দুটো চামড়ার থলে বহন করত। যার একটায় থাকত রুপার মুদ্রা আর আরেকটায় থাকত সোনার মুদ্রা। কখনও তারা মানুষের হাতে ধরা পড়লে তারা ঐ রুপা বা সোনার মুদ্রার লোভ দেখিয়ে নিজেদের মুক্ত করত।
মজার বিষয় ছিল তারা রুপার মুদ্রার বিনিময়ে মুক্ত হয়ে তারা চলে যাওয়া মাত্র ঐ মুদ্রা অদৃশ্য হয়ে আবার তাদের থলেতে ফেরত আসত আর সোনার মুদ্রা তারা কাউকে দিলে তারা চলে যাওয়া মাত্র মুদ্রাটা কোন গাছের পাতা বা ছাই হয়ে যেত।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।