দ্যা করস (The Corrs) থেকে শুরু। এরপর এনইয়া, ইউটু, দ্যা ক্র্যানবেরিস শুনতে শুনতে একটা ভাললাগা জন্মে গেল আইরিশ মিউজিকের প্রতি। বিশেষত ওদের কেল্টিক ট্রাডিশনাল ইনস্ট্রুমেন্টালগুলো কেমন যেন শান্ত, সুস্থির। মনকে কোন এক শান্ত নদীর তীরে নিয়ে যায়, যেখানে বসে কুলকুল বয়ে যাওয়া নদীর ফিসফিস কথা শুনতে পাই।
লিসা হ্যানিগেন- আইরিশ গায়িকা, গান রচয়িতা।
তার গানে মানবতা আর শান্ত নদীর সেই না বলা কথাগুলোই যেন। একটু পুরোনো ধাঁচের। তার বাজানোর যন্ত্রগুলোও একটু সেকেলে। হারমোনিয়াম, তাম্বুরিন, বাঞ্জো, পিয়ানো আর গিটার। ২০০৮ এ তার প্রথম এলবাম " Sea Sew"।
শুধু হিট এলবামই নয়, বিভিন্ন নমিনেশন আর অ্যাওয়ার্ড, সাথে সমালোচকদের প্রশংসা কুড়িয়ে নিয়েছে। আজ শুনছিলাম লিসার কিছু গান।
লিসার "ভেন ডায়াগ্রাম" এ কি জীবনের সেট থেকে কিছু উপাদান আঁকা?
এই "ওশান এণ্ড রক" গানটি "গ্রে'স এ্যানাটমি" সিরিজের একটি পর্বে ব্যবহার করা হয়েছিল।
কুয়াশাঢাকা জীবনের কথাই কি "ব্লারি" গানটিতে?
আমি জানিনা, সত্যি জানিনা!
সাগরের গান, সাগরে ভাসিয়ে নেবার।
একেবারে যেন বন্ধুদের আড্ডায় বসে গুনগুন করে গাওয়া গান- "জাস্ট লাইক টম্ব থাম্ব'স ব্লুজ"
সবশেষে লিসার ডেব্যু এলবামের হিট সেই সিংগেল- "লিলি"।
পাশেই দেখা যাবে হারমোনিয়াম।
গানের mp3 ডাউনলোড লিংক ।
আরো গান পাওয়া যাবে এই লিংকে ।
উৎসর্গ: আমার বন্ধু আকাশ- এক অপার সম্ভাবনাময় ব্লগার, যার লেখনী শুধু ভাবায়ই না, শেখায়। আর সবচাইতে বড় কথা, যার আকাশের মত উদার বন্ধুত্ব আমার জীবনের অন্যতম পাওয়া।
।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।