আমাদের কথা খুঁজে নিন

   

গিটার - খুব কঠিন কিন্তু না

গিটার। অনেকের কাছেই এই ছয় তারের বাদ্যযন্ত্রটিকে একটা হেঁয়ালি মনে হয়। আমি বলি "মোটেই না"! কে না ভালবাসে গান শুনতে? আর সুর নিয়ে খেলতেও অনেকে পছন্দ করেন, সুরের মূর্ছনায় মেতে উঠতে ভালবাসেন। বাদ্যযন্ত্র তো অনেক রকমই আছে, কিন্তু গিটারটাই কেন যেন আমাদের সবার পছন্দ। হ্যা, গিটার হতে পারে আমাদের একাকীত্ব দূর করার একটা উপায়, হতে পারে আমাদের সুখ-দুঃখের সাথী, সৃষ্টির প্রেরণা।

আমার ব্লগে আমি চেষ্টা করব কতটা সহজে আপনাদের গিটার বাজানোর উপরে একটা মৌলিক ধারনা দিতে পারি। আমি নিজে খুব ভাল বাজাই তা ঠিক না, যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। যারা গিটার কিনতে চান, সোজা চলে যান সায়েন্স ল্যাব এর মোড়ে। মেলোডি অথবা সুরশ্রী দুটো দোকানই বেশ ভাল। দেশী গিটারের দাম কম হলেও আমি বলব এগুলো কেনাটা উচিৎ হবেনা।

দেশী গিটারের এলাইনমেন্ট ঠিক থাকে না। পাঁচ হাজারের ভিতরে ইন্ডিয়ান সিগ্‌নেচার অথবা গিভ্‌সন পাবেন। আর বাজেট আরেকটু বাড়ালে বিদেশী আরো ভাল ব্র্যান্ড পাবেন, যেমন টিজিএম এবং এসেক্স। গিটার চিনে এবং বুঝে এমন কাউকে সাথে নিয়ে গেলে ভালো হয়। এবার আসা যাক গিটার পরিচিতি নিয়ে।

নিচের ছবিটা খেয়াল করে দেখলেই গিটারের কোন পার্টস কে কি বলে সেটা জানতে পারবেন। এবার কর্ড পরিচিতি। আপনারা যারা ছোটবেলায় গান শিখেছেন তারা জানেন সাতটা নোট আছে। সা রে গা মা পা ধা নি। একই ভাবে গিটারের সাতটা বেসিক নোট আছে।

A B C D E F এবং G। এই সাতটা নোটের সবগুলোর মেজর এবং মাইনর কর্ড আছে আর B এবং E বাদে বাকি পাঁচটা নোটের শার্প কর্ড আছে। সুতরাং সব মিলিয়ে বেসিক কর্ড আছে ২৪ টি। এগুলো হচ্ছে যথাক্রমে, A Am A# A#m B Bm C Cm C# C#m D Dm D# D#m E Em F Fm F# F#m G Gm G# G#m। যে চিহ্ন গুলো দেখছেন, # মানে শার্প এবং m মানে মাইনর।

মেজর কর্ডকে সাধারন লেটার দিয়েই লেখা হয়, আলাদা কোনও চিহ্ন নেই। নিচের ছবিতে সবগুলো কর্ড কিভাবে ধরতে হয় সেটা দেখানো আছে। Open Major Chords Open Minor Chords Major Barre Chords Minor Barre Chords ছবিতে গোল অংশের ভেতরে যে নাম্বারগুলো দেখছেন সেটা হচ্ছে আপনি কোন আঙুল দিয়ে কোনটা ধরবেন। এবং ফ্রেট নাম্বার ফ্রেটের পাশেই লেখা আছে। যেখানে ফ্রেট নাম্বার নেই, বুঝে নিতে হবে সেটা একদম প্রথম ফ্রেটে ধরতে হবে।

আজকে এই পর্যন্তই। সামনে আবার আসব আপনাদের মাঝে, এবার কিছু গানের লিরিক এবং সেই গানের কর্ড নিয়ে। আপনাদের পছন্দের কোনও গানের লিরিক এবং কর্ড চাইলে আমার কাছে বলবেন, আমি আমার সাধ্যমত চেষ্টা করব সেই লিরিক এবং কর্ড আপনাদেরকে দিতে। ভাল থাকবেন।  ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে ২০ বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।