আমাদের কথা খুঁজে নিন

   

গিটার.....

আমি নষ্ট করেছি সময়, এখন সময় নষ্ট করছে আমায়

একটা গল্প বলি !
এক গায়ক নিউ ইয়র্কে বিশাল মিউজিক মলে ঘুরছেন পছন্দের গীটারের জন্য। খুজতে খুজতে একটা গীটার পেয়েও গেলেন। গীটার কেনার
আগে দোকানদারকে অনুরোধ করলেন একটু বাজিয়ে দেখা যাবে কিনা। বিশাল দোকান গুলিতে সাধারণত মালিকরা থাকেন না, কিন্তু ঐ শো রুমে সেদিন তার মালিক ছিলেন। মালিক ছিলেন আবার মিউজিকের ভক্ত।

তিনি দিলেন গীটার বাজিয়ে দেখার সুযোগ। গীটার একটু বাজিয়ে দেখার পর দেখলেন সব ঠিক আছে। কিন্তু গীটার এর দাম শুনে গায়ক দমে গেলেন।
তিনি গরীব দেশের গরীব গায়ক। প্রায় কয়েক লাখ টাকা এই মুহূর্তে তার কাছে নাই।

তাই মন খারাপ করে চলে আসছিলেন। কিন্তু গীটারের শো রুমের মালিক তার গীটার বাজানো শুনে অনুরোধ করলেন আরেকবার
বাজানোর জন্য। তাই গায়ক খুশীই হলেন। তার দেশে এই ধরণের গীটার পাওয়া যায়না। তাই মনের মাধুরি মিশিয়ে বাজালেন আবার গীটার।


তার গীটার বাজানো শুনে পুরো শপিং মলের লোকজন জড়ো হয়ে গেছে। সবাই তন্ময় হয়ে শুনছে গীটার বাজানো।
গীটার বাজানো শুনে সবাই বলছে এমন গীটার বাজানো তারা অনেকদিন শুনেন নাই। আর শপিং মলের মালিকও ভূয়সী প্রশংসা করলেন গীটার
বাজানোর। কিন্তু চলে আসার সময় গায়কের মন খারাপ এমন একটি গীটার তার কেনা হলনা।

মন খারাপ করে চলে আসছিলেন গায়ক, এমন সময়
শপিং মলের মালিক খুশী হয়ে গিটারটা প্যাক করে গিফট করে দিলেন গায়ককে। এই গায়ক আর কেউ নন, তিনি আমাদের আইয়ুব বাচ্চু।
এমন অভাগা দেশে জন্মানো এক আইয়ুব বাচ্চুকে আমরা সম্মান দিতে জানিনা, কিন্তু বিদেশীরা ঠিকই সম্মান দেয়।
ঘটনাটা অনেক আগে শোনা, একটু ভুল হতে পারে, কিন্তু মূল ঘটনা সত্যি।
সমস্যা নাই বাচ্চু ভাই, যারা আপনার বুকভরা অভিমানরে শ্রদ্ধা করে,
আপনারে ভালোবাসে, তাদের হাততালির কোনদিন
অভাব হবেনা আপনার জন্য......একটা গল্প বলি !
এক গায়ক নিউ ইয়র্কে বিশাল মিউজিক মলে ঘুরছেন পছন্দের গীটারের জন্য।

খুজতে খুজতে একটা গীটার পেয়েও গেলেন। গীটার কেনার
আগে দোকানদারকে অনুরোধ করলেন একটু বাজিয়ে দেখা যাবে কিনা। বিশাল দোকান গুলিতে সাধারণত মালিকরা থাকেন না, কিন্তু ঐ শো রুমে সেদিন তার মালিক ছিলেন। মালিক ছিলেন আবার মিউজিকের ভক্ত। তিনি দিলেন গীটার বাজিয়ে দেখার সুযোগ।

গীটার একটু বাজিয়ে দেখার পর দেখলেন সব ঠিক আছে। কিন্তু গীটার এর দাম শুনে গায়ক দমে গেলেন।
তিনি গরীব দেশের গরীব গায়ক। প্রায় কয়েক লাখ টাকা এই মুহূর্তে তার কাছে নাই। তাই মন খারাপ করে চলে আসছিলেন।

কিন্তু গীটারের শো রুমের মালিক তার গীটার বাজানো শুনে অনুরোধ করলেন আরেকবার
বাজানোর জন্য। তাই গায়ক খুশীই হলেন। তার দেশে এই ধরণের গীটার পাওয়া যায়না। তাই মনের মাধুরি মিশিয়ে বাজালেন আবার গীটার।
তার গীটার বাজানো শুনে পুরো শপিং মলের লোকজন জড়ো হয়ে গেছে।

সবাই তন্ময় হয়ে শুনছে গীটার বাজানো।
গীটার বাজানো শুনে সবাই বলছে এমন গীটার বাজানো তারা অনেকদিন শুনেন নাই। আর শপিং মলের মালিকও ভূয়সী প্রশংসা করলেন গীটার
বাজানোর। কিন্তু চলে আসার সময় গায়কের মন খারাপ এমন একটি গীটার তার কেনা হলনা। মন খারাপ করে চলে আসছিলেন গায়ক, এমন সময়
শপিং মলের মালিক খুশী হয়ে গিটারটা প্যাক করে গিফট করে দিলেন গায়ককে।

এই গায়ক আর কেউ নন, তিনি আমাদের আইয়ুব বাচ্চু।
এমন অভাগা দেশে জন্মানো এক আইয়ুব বাচ্চুকে আমরা সম্মান দিতে জানিনা, কিন্তু বিদেশীরা ঠিকই সম্মান দেয়।
ঘটনাটা অনেক আগে শোনা, একটু ভুল হতে পারে, কিন্তু মূল ঘটনা সত্যি।
সমস্যা নাই বাচ্চু ভাই, যারা আপনার বুকভরা অভিমানরে শ্রদ্ধা করে,
আপনারে ভালোবাসে, তাদের হাততালির কোনদিন
অভাব হবেনা আপনার জন্য......
 

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।