আমি ফ্রা ঙ্কে স্টা ই ন......... আজ আমার গিটার পরিবর্তনের কথা বলতে চায় সে স্বপন দেখে জন লেননের সেই স্বপ্নময় পৃথিবী, সে চিৎকার করে উঠে বব মার্লের সাথে স্বাধীকারের অথবা, সে বলতে চায় জিম মরিসনের মতো উগ্র, কোকেনীয় ভালোবাসার কথা। সে শুনাতে চায় লালন ফকিরের সেই হারিয়ে যাওয়া গান ! কিন্তু বার বার আসাদ চৌধুরীর বারবারাতে এসে তার থেমে যেতে হয়, আর ভেঙ্গে চৌচির হয় আমার স্বপনের স্বদেশ, চে গুয়েভারার অপ্রকাশিত কবিতাগুলোর মতোই আমার কবিতা হারিয়ে যায় সামরিক জান্তার মৃত্যু ধোয়ায়। তার পর ও আমার গিটার গেয়ে উঠে মহাজীবনের গান যে গান প্রতিনিয়ত প্রতিদ্ধনিত হয় আমাদের নিষ্পেষিত কান গুলোতে। রক্তে রঞ্জিত পৃথিবীর বুকে আর একবার মানুষের বসতি গড়তে...।
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।