বিধাতা আমাদের দুটি চোখ দিয়েছেন তাঁর সুন্দর সৃষ্টি দেখতে।তেমনি তাকে যাচাই-বাছাই করার জন্য বিশাল একটা মনও দিয়েছেন। সুন্দর দুটি চোখ দিয়ে সবার দিকে সম্মান সুলভ দৃষ্টিতে তাকান। মন দিয়ে যত পারেন সন্দেহ কম করেন। এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দুরে, বহুদূরে সেদিন তুমি অশ্রু রেখো গোপন করে। মনে রেখো তুমি কত রাত কত দিন শুনিয়েছি গান আমি, ক্লান্তিবিহীন অধরে তোমার ফোঁটাতে হাসি চলে গেছি শুধু সুর থেকে কত সুরে। এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দুরে, বহুদূরে সেদিন তুমি অশ্রু রেখো গোপন করে। শুধু ভেবো তুমি অপরাধ ছিল কার কাটিয়েছি রাত তবু, নিদ্রাবিহীন বেদনা আমার হয়েছে সাথী চলে গেছি আমি কোনো স্মৃতি পুরে। এই রুপালি গিটার ফেলে একদিন চলে যাব দুরে, বহুদূরে সেদিন তুমি অশ্রু রেখো গোপন করে। গান: রুপালি গিটার শিল্পী: আয়ুব বাচ্চু
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।