একা পাখি বসে আছে, দূর নীলিমার পানে তাকিয়ে... সত্যিই তিনি একাই হেঁটে চলে গেছেন ঐ দূর পরবাসে। আর আমরাও কড়া নেড়ে গেছি ভুল দরজায়, তিনি আছেন জেনে। তারপরও ছুঁয়েছি কত কান্নার জল, তার সাথে ছুঁয়েছি ভরা জ্যোৎস্নার ছায়া... আজ ১৯ নভেম্বর। প্রিয় মানুষ সঞ্জীবদার চলে যাবার দিন। এই দিনেই দাদা আমাদের ছেড়ে চলে গিয়েছিলেন, দেখতে দেখতে কেটেও গেল পাঁচ পাচঁ টি বছর। সন্জীব চৌধুরী ১৯৬২ সালের ২৫ ডিসেম্বর হবিগন্জ উপজেলাতে জন্মগ্রহণ করেছিলেন.তিনি প্রথমদিকে শংখচীল নামক একটি ব্যান্ডে যোগ দেন এবং ৯০ এর মাঝামাঝি সময়ে বাপ্পামজুমদারের সাথে দলছুট ব্যান্ড গঠন করেন এবং খুব অল্পসময়েই পরিচিতি লাভ করেন । দলছুটের দ্বিতীয় এলবাম 'হ্নদয়পুর' তাদের সর্বাপেক্ষা হিট এলবাম এবং এ এলবামের গান গাড়ি চলে না (আবদুল করিমের গান ) সন্জীবদার সবচেয়ে বেশি জনপ্রিয় গান । নিচে তার কিছু জনপ্রিয় গানের ঠিকানা শেয়ার করলাম... হ্নদয়ের দাবি আমি তোমাকে বলে দেব সমুদ্র সন্তান সাদা ময়লা রঙ্গিলা পালে হাতের পরশ খোলা আকাশ একটি গাছ কিংবদন্তী গাড়ি চলে না এই নষ্ট শহরে চাঁদের জন্য গান আন্তর্জাতিক ভিক্ষা সংগীত চল বুবুজান বয়স হলো সাতাশ স্বপ্নবাজী
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।