আমাদের কথা খুঁজে নিন

   

বিশ্ব সাহিত্যর রত্ন শুধুই তুমি

এত রঙ্গিন ভোর দেখেনি আর যা ফুটে রয় শুধু তোমার আঁখি গঙ্গায় স্নিগদ চুম্ভনে ঘুম থেকে জাগা প্রথম প্রহর আঁকা ভাললাগার জোছনায় , অবাক সরলতা লয়ে সাগরের উত্তাল গর্জনে বিশাল মুক্ত আকাশের মত এই বুকে এঁকে দিলে রংধনু ছাপ সেই থেকে তৃষিত হৃদয় হল ক্ষত । পাহাড়ের নির্ঝর ঝর্নার মত সেই হাসি আজও শুনি কানে প্রতিধ্বনি ভাসে আলেয়ায় দেখি ঝড়ের তাণ্ডব এর সমূহ ক্ষনের মত অভিমানী ক্ষ্রুদ্ধ লাস্যময়ী অধর চমকায় । কুলুকুলু বহমান নদীর মত সেই ছবি বহে হৃদ নীড়ে স্বপ্নিল কিনারায় বসে বিশ্ব প্রকৃতির মত ভোরের কুয়াশা হয় , ঘুধুলির রং হয় , নক্ষত্র খচিত চাঁদ হয় , সেই ভাসে কত । হে কুহকের মায়াজাল দিও সেই ক্ষনে দেখা যখন উদাসি হাওয়ার মত নেছে যাই একা ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.