মুঠোফোন ব্লগার Akhtaruzzaman Azad বলেছেন 'ডাক্তার আইজূ' একটি ফেইক আইডি। একজন নয়, কয়েকজন মিলে এটি চালায়। কয়েকজনের মধ্যে একজনকে আমি শনাক্ত করতে পেরেছি, কিন্তু তার নাম আমি বলছি না, বলার দরকারও বোধ করছি না। ওদের একটি সিন্ডিকেট আছে। যারাই ঐ সিন্ডিকেটের সাথে তাল না মেলাবে, 'আইজূ' আইডি থেকে তাদেরকেই অসভ্য-ঘৃণ্য-নোংরা উপায়ে আক্রমণ করা হয়। আইজূর একেক পোস্টে একেক রকম বানান ও একেক রকম শব্দ-বাক্যগঠন দেখেই বোঝা যায়, আইডিটা একাধিক ব্যক্তি চালায়। এটা গোয়েন্দাগিরী মূলক পোষ্ট না, জাষ্ট সত্য জানার জন্য, সত্য জানার অধিকার সবারই আছে...
অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।