আমাদের কথা খুঁজে নিন

   

ছক্কা নাঈমের কাছ থেকে শেখার আছে নাফীসদের

মিরপুরে ওয়েস্ট ইণ্ডিজের বিরুদ্ধে ১ম টেস্টের ৩য়দিন চলছে আজ। প্রথম ইনিংসে ওয়েস্ট ইণ্ডিজের ৫২৭/৪ডিক্লে. এর জবাবে এখন ব্যাটিং করছে বাংলাদেশ। গতকালের ৩৬ওভারে ১৬৪/৩ নিয়ে আজ ব্যাটিং করতে নামে বাংলাদেশ। গতকালের অপরাজিত দুই ব্যাটসম্যান সাকিব ও নাঈম বেশ দেখেশুনেই কাটিয়ে দিচ্ছিলেন প্রথম সেশনটি। কিন্তু ইনিংসের শেষ দিকে এসে ধৈর্য্যচ্যুতি ঘটার খেসারত দিতে হয় সাকিবকে।

সেঞ্চুরি থেকে মাত্র এগার রান দূরে থাকতে রবি রামপলের বলে ‘কট এণ্ড বলড’ হয়ে সাজঘরে ফিরতে হয় তাকে। এর আগে গতকাল টেস্ট ক্রিকেটের নামে টি২০ ব্যাটিংয়ের প্রদর্শনী দেয় বাংলাদেশী ব্যাটসম্যানরা। তামিম তার স্বভাবসুলভ ভঙ্গিতে আক্রমণাত্মক খেলে আউট হন ৭১ বলে ৭২ রান করে। মারমুখী ব্যাটিংয়ের মূল্য দিয়েই আউট হন ড্যারেন সামির বলে। একমাত্র জুনায়েদই দুর্ভাগ্যজনকভাবে রবি রামপলে লাফিয়ে ওঠা বলে ক্যাচ দেন।

এছাড়া শাহরিয়ার নাফীসের আউটটি ছিল খুবই দৃষ্টিকটু। দলের একজন সিনিয়র সদস্য হয়েও ন্যুনতম দায়িত্বশীলতার পরিচয় না দিয়ে তামিমের অনুকরণে খেলতে থাকেন তিনিও। ফলস্বরূপ ২৭ বলে মাত্র ৩১ রানেই তার ইনিংসেরও সমাপ্তি ঘটে। তামিমের পতনের মধ্য দিয়ে ১১৯ রানে তিন উইকেট হারায় বাংলাদেশ। মূলত এরপরই টনক নড়ে বাংলাদেশী ব্যাটসম্যানদের।

২য়দিনের বাকীটা দেখেশুনেই কাটিয়ে দেন সাকিব ও নাঈম। কিন্তু ৩য় দিনে সাকিবের ধৈর্য্যচ্যুতি সেই পালে আবারো হাওয়া দিল। এত কিছু মাঝেও কেবল ব্যতিক্রম হয়ে রইলেন নাঈম ইসলাম। যিনি তার ধুমধারাক্কা ব্যাটিংয়ের জন্য পরিচিত ছক্কা নাঈম নামে। সেই ছক্কা নাঈম চূড়ান্ত ধৈর্য্যের পরিচয় দিয়ে বাগিয়ে নিলেন প্রথম শতক।

তাই ছক্কা নাঈমের কাছ থেকেই শেখার আছে নাফীসদের। শেষ খবরঃ ওয়েস্ট ইণ্ডীজ ৫২৭/৪ডিক্লে. বাংলাদেশ ৩৬৬/৫,১০০ওভার। (নাঈম ১০৮, সাকিব ৮৯, তামিম ৭২, মুশফিক ৪১*, নাসির ২* ) ।

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।

প্রাসঙ্গিক আরো কথা
Related contents feature is in beta version.