আমাদের কথা খুঁজে নিন

   

ভয়াল সিডর,১৫ নভেম্বর ও অরক্ষিত উপকূলের গল্প

অন্তহীন আমাদের পথচলা,জীবনের বাঁকে-বাঁকে গতির পরিবর্তন। আর চাওয়া - পাওয়ার অসম সমীকরণ। এই নিয়েই আমাদের জীবন আজ নভেম্বরের ১৫ তারিখ । ভয়াল ১৫ নভেম্বর । অনেকের প্রশ্ন থাকতে পারে কেন আমি দিনটিকে ভয়াল বলছি ? কারণ ২০০৭ এই দিনে এই দেশের উপকূলীর অঞ্চলে মাত্র ১০০০০(সরকারী হিসাবে ৩৫০০) লোক মারা গিয়েছিলো ।

কেন জানেন ? সিডর নামের এক প্রলয়ংকরী ঘূর্ণিঝড় ও জলোচ্ছাস আঘাত হেনেছিলো এই দেশের উপকূল জুড়ে । চট্রগ্রাম থেকে শুরু হয়ে খুলনা বিভাগের উপকূলীয় ১১ টি জেলা লন্ডভন্ড হয়ে গিয়েছিলো ঝড়ে । মানুষ হারিয়েছিলো তার বসতবাড়ি,মাঠের ফসল অথবা গৃহপালিত পশু । কোন মা হারিয়েছিলো তার ছেলে,ভাই হারিয়েছিলো ভাই । আজো এর বিলাপ চলে উপকূল জুড়ে ।

আজ থেকে পাঁচ বছর আগে সিডর অরক্ষিত করে ফেলেছিলো উপকূলকে । বেড়ীবাঁধ,স্লুইস গেট,রাবার ড্যাম ইত্যাদি নষ্ট হয়ে গিয়েছিলো । আজো ওই এলাকাগুলো অরক্ষিতই আছে । আগেও মানুষের তথ্য জানাবোঝার সুযোগ কম ছিলো,এখনো আছে । কোন পরিবর্তন হয়নি ।

সিডরের পর বৈদেশিক সাহায্য হিসেবে এসেছে কাঁড়ি কাঁড়ি টাকা । কিন্তু এর খুব কম অংশই উপকূলীয় মানুষদের কাজে এসেছে । আমরা প্রায়শই আমাদের সীমান্ত নিয়ে কথা বলি । এই সীমান্ত অরক্ষিত হোক আমরা চাই না । কারণ বহিঃশত্রুর কবলে যেন না পড়ে দেশ এটাই আমাদের আশা থাকে ।

কিন্তু দেশের দক্ষিণের একটা বিশাল এলাকা যে, প্রাকৃতিক শত্রুর দ্বারা বারংবার আক্রান্ত,বিপর্যন্ত সেই দিকে কখনো দৃষ্টি দেইনি । আমার বিশ্বাস ওইদিকে আমাদের নজর পড়বে খুব তাড়াতাড়ি । নইলে মিরেরসরাই এনামুল,স্বন্দ্বীপের হাসিনা বানু,দাকোপের সনদ দাস কারোর জীবনেরই নিরাপত্তা থাকবে না । হয়তো অন্য কোন সিডর,আইলা,নার্গিস অথবা নাম না জানা ঝড়ে প্রাণ হারাবে ওরা । ।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।