আমাদের কথা খুঁজে নিন

   

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমীর ছত্রছায়ায় হে ফেস্টিভাল

আগামীকাল থেকে শুরু হতে যাচ্ছে বাংলা একাডেমীর ছত্রছায়ায় হে ফেস্টিভাল হে উৎসবের আয়োজন দেখে মনে হচ্ছে আমাদের দেশে যারা গল্প, উপন্যাস বা কবিতা লিখছে তাদেরকে গে করণের একটা প্রক্রিয়া চালু হতে যাচ্ছে। আর তাতে সহযোগিতা প্রদান করছে প্রথম আলো গং, যার শ্লোগান “বদলে যাও বদলে দাও”। প্রশ্ন হচ্ছে, জাতির মননের প্রতীক বাংলা একাডেমী এ ধরণের একটি উৎসবের আয়োজক করতে পারে কিনা? হে ফেস্টিভালের ওয়েবসাইটে গিয়ে দেখতে পাই যে, তারা কেনিয়া, স্পেন, মেক্সিকো, তুরস্ক, ভারত হয়ে বাংলাদেশে এ উৎসব পালন করতে যাচ্ছে ২য় বারের মতো। ১ম উৎসবটি প্রায় সকলের অগোচরেই গত বছরে বৃটিশ কাউন্সিলে হয়ে গেছে, কাক-পক্ষীও টের পায় নি। তবে এবার এই গে করণের উৎসব এত ঝকমারি কেন? কারণ গতবছর থেকে যে গে করণের প্রক্রিয়া শুরু হয়েছিল আর যারা গে হয়েছিল এবার তাদেরকে জনসম্মুখে প্রকাশ করা।

আপনি যদি তাদের শ্লোগান দেখেন তবে তাতে কল্পনায় জগত বাংলায় লেখা আছে দেখতে পাবেন। কিন্তু বাংলাদেশে যখন তারা উৎসবটি পালন করতে যাচ্ছে তখন শ্লোগান হয়ে যাচ্ছে নব দিগন্তের কল্পনা। কিসের কল্পনা, কার কল্পনা, কোন দিগন্ত? কলকাতার কল্পনার জগত শ্লোগানটি আমাদের জন্য ব্যবহার করা হচ্ছে না। কারণটা কি? আর কলপনার জগত বানানটিই বা তারা কোথায় পেলেন? তাদের পোস্টার-এ দেখবেন kobi (কবি), Lekhok(লেখক), Kobial (কবিয়াল) শব্দগুলো রোমান হরফে বাংলায় লেখা হয়েছে। এটা কেন? তাদের poet কি আমাদের কবি থেকে আলাদা? এসব দেখে মনে হচ্ছে উপনিবেশিক আগ্রাসন, কূট বাণিজ্যবুদ্ধি, হাইব্রিডকরণ, ভাষার রাজনীতি, ভাষার বিকৃতি এবং বিক্রি প্রভাবক হিসাবে কাজ করছে আমাদের আয়োজকদের মাঝে।

সোর্স: http://www.somewhereinblog.net     দেখা হয়েছে বার

অনলাইনে ছড়িয়ে ছিটিয়ে থাকা কথা গুলোকেই সহজে জানবার সুবিধার জন্য একত্রিত করে আমাদের কথা । এখানে সংগৃহিত কথা গুলোর সত্ব (copyright) সম্পূর্ণভাবে সোর্স সাইটের লেখকের এবং আমাদের কথাতে প্রতিটা কথাতেই সোর্স সাইটের রেফারেন্স লিংক উধৃত আছে ।